today visitors: 5073432

ঢাবি শিক্ষার্থীদের পেটাল রাবি শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিনিধি :

আউট দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড়দের ওপর হামলা চালানোর অভিযোগ উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিরুদ্ধে। এতে ঢাবি ক্রিকেট দলের চারজন খেলোয়াড় আহত হয়েছেন।

শেখ কামাল স্টেডিয়ামে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উপর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের হামলা।

সোমবার (১২ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে রাবির শেখ কামাল স্টেডিয়ামে এই ঘটনা।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর ১২টায় আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মুখোমুখি হয় ঢাকা বিশ্ববিদ্যালয়। শুরুতে টসে জিতে ফিল্ডিংয়ে নামে রাবি। প্রথম ইনিংসে ২০ ওভারে শেষে ৬ উইকেট হারিয়ে ১৪৯ রান সংগ্রহ করে ঢাকা বিশ্ববিদ্যালয়। পরে ১৫০ রানের টার্গেটে ব্যাট করতে নামে রাবি। জয়ের জন্য শেষ ১২ বলে প্রয়োজন ছিল ২০ রান। এরপর একটি আউট দেওয়ার সিদ্ধান্তকে কেন্দ্র করে মাঠে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

একপর্যায়ে গ্যালারি থেকে শিক্ষার্থীরা মাঠে ঢুকে পড়ে। এসময় ফিল্ডিংয়ে থাকা ঢাবির খেলোয়াড়দের ওপর চড়াও হয় তারা। এতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্রিকেট টিমের চার খেলোয়াড় আহত হন। পরে উদ্ভূত পরিস্থিতিতে যৌথভাবে দুই দলকে চ্যাম্পিয়ন ঘোষণা করে ম্যাচ পরিচালক। এরপর পুলিশ ও ছাত্রলীগের সহায়তায় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বাসে করে ঢাকা বিশ্ববিদ্যালয় টিমের খেলোয়াড়দের ফেরত পাঠানো হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, ক্রিকেট খেলা নিয়ে যে ঘটনা ঘটেছে সেটি অত্যন্ত দুঃখজনক।  ইতোমধ্যেও প্রশাসনের পক্ষ থেকে ঘটনা তদন্তে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।