আব্দুর রশিদ
(ডোমার উপজেলা প্রতিনিধি)
তিস্তা নদী শাসন মহাপরিকল্পনা বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ, ডোমার ও ডিমলা উপজেলার যুব সম্প্রদায়ের ক্ষুদ্র ব্যবসা ও উন্নয়নের জন্য দুই উপজেলায় দুটি কর্মসংস্থান ব্যাংকের শাখা স্থাপন সহ চিলাহাটি স্থলবন্দর পূর্ণাঙ্গভাবে চালু করার জোর দাবি সংসদে উত্থাপন করেছেন নীলফামারী-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ আফতাব উদ্দিন সরকার।
রবিবার (১১ই ফেব্রুয়ারী) দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে মহামান্য রাষ্ট্রপতির ভাষণের প্রতি আনীত ধন্যবাদ প্রস্তাব সম্পর্কিত আলোচনায় তাকে ৬ মিনিটের বক্তব্য রাখার আহ্বান জানান জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী।
নীলফামারী-১ আসনের সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার বলেন, উন্নত কৃষিপ্রযুক্তির ব্যবহারের ফলে দেশের উত্তরাঞ্চলের রংপুর বিভাগে কৃষি খাতের উৎপাদন বৃদ্ধি পেয়েছে। ধান, ভুট্টা, সরিষা, আলু ও টমেটো সহ উচ্চ মূল্য ফসলের উৎপাদন আশাতীত ভাবে বৃদ্ধি পাওয়ায় কৃষিপণ্য সংরক্ষণাগার ও প্রক্রিয়াজাত শিল্প গড়ে তুলতে হবে। এজন্য শিল্প উদ্যোক্তা সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের পদক্ষেপ গ্রহণ করা সময়ের দাবি।
তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর হাতে গড়া গ্রামপুলিশ বাহিনীর সদস্যদের বেতন বন্টনে বৈষম্য হচ্ছে। দফাদার ও সাধারণ সদস্যদের বেতনে পার্থক্য রয়েছে।’ তাদের বেতন বৃদ্ধি ও চাকুরি জাতীয়করণের দাবি জানান এমপি আফতাব। এছাড়া ইউপি সদস্যদের ভাতা বৃদ্ধি, কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি পদধারীদের বেতন বৃদ্ধি ও চাকুরি স্থায়ীকরণের দাবি জানান তিনি।
বক্তব্যের শুরুতে জাতির প্রতি দিকনির্দেশনামূলক ভাষণ প্রদানের জন্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানান তিনি। এছাড়া পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রীর আসন অলংকৃত করায় বঙ্গবন্ধু কন্যা, রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে অভিনন্দন, পুনরায় স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত হওয়ায় তাদেরকেও অভিনন্দন জানান। এছাড়া ডোমার-ডিমলার মানুষকে স্পিকারের মাধ্যমে সালাম ও শুভেচ্ছা জানান বীর মুক্তিযোদ্ধা মোঃ আফতাব উদ্দিন সরকার।