today visitors: 5073432

ছাত্র-যুব নেতা হত্যার বিচারের দাবিতে   খাগড়াছড়ি জেলায় ছাত্র ধর্মঘট পালিত

 

 

 

এস চাঙমা সত্যজিৎ

স্টাফ রিপোর্টারঃ

পানছড়িতে ছাত্র-যুব নেতা বিপুল-সুনীল-লিটন-রুহিনের হত্যাকারীদের গ্রেফতার-বিচার ও ঠ্যাঙাড়ে বাহিনী ভেঙে দেয়ার দাবিতে খাগড়াছড়ি জেলায় স্কুল-কলেজে ছাত্র ধর্মঘট সফলভাবে পালিত হয়েছে।

 

আজ রবিবার (১১ ফেব্রুয়ারি ২০২৪) বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি), পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ, হিল উইমেন্স ফেডারেশন, গণতান্ত্রিক যুব ফোরাম ও ইউনাইটেড ওয়ার্কার্স ডেমোক্রেটিক ফ্রন্টের আহ্বানে এই ধর্মঘট কর্মসূচি পালন করা হয়।

 

ধর্মঘটের সমর্থনে খাগড়াছড়ি জেলায় দেড় শতাধিক প্রাথমিক-মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ক্লাশে যোগদান করেনি এবং পাঠদান কার্যক্রম কার্যত বন্ধ ছিল। এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান থাকায় কিছু কিছু শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকলেও চলেনি শ্রেণী কার্যক্রম।

 

পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অমল ত্রিপুরা বলেন, খাগড়াছড়ি জেলার দেড় শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে শত শত শিক্ষার্থী স্কুল—কলেজে না গিয়ে ছাত্র-যুব নেতা বিপুল-সুনীল-লিটন-রুহিনের হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবি জানিয়েছেন।

 

উক্ত দাবিতে এর আগে শিক্ষার্থীরা স্বাক্ষর সংগ্রহ অভিযান ও ৪ ফেব্রুয়ারি পানছড়ি উপজেলায় ছাত্র ধর্মঘটে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ ও সমর্থন জানিয়েছেন। এটি শাসকগোষ্ঠী পার্বত্য চট্টগ্রামে পাহাড়িদের ওপর চলা দমন—পীড়ন, নির্যাতন ও হত্যাকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদও বলা যায়।

 

 

 

তিনি আরো বলেন, ছাত্র সমাজ পাহাড়ে শাসক গোষ্ঠীর অন্যায় নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার থেকেছে। ধর্মঘট কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের মাধ্যমে খাগড়াছড়ি ছাত্র সমাজ তা আবারো প্রমাণ করেছে।