today visitors: 5073432

প্রধানমন্ত্রী হওয়া প্রসঙ্গে যা বললেন কঙ্গনা রণৌত

বিনোদন ডেস্ক :

বছর দুয়েক ধরেই কঙ্গনা রণৌতের রাজনীতিতে যোগ দেওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে। কিন্তু বিজেপি শিবিরের স্বঘোষিত সমর্থক হয়েও রাজনীতির ময়দানে এখনও পর্যন্ত তাকে সক্রিয়ভাবে দেখা যায়নি। সামাজিক মাধ্যমে তার রাজনৈতিক সচেতনতার বহিঃপ্রকাশ দেখা যায় সাধারণত। আর এবার তিনি প্রধানমন্ত্রী হওয়ার ইচ্ছেপ্রকাশ করলেন!

আদৌ বিষয়টা ঠিক কী? সম্প্রতি ‘রাজাকার: সাইলেন্ট জেনোসাইড অব হায়দরাবাদ’ সিনেমার ট্রেলার লঞ্চে হাজির হয়েছিলেন কঙ্গনা। সেখানেই সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন তিনি। অভিনেত্রীকে জিজ্ঞেস করা হয়, ভবিষ্যতে প্রধানমন্ত্রী হওয়ার কোনো পরিকল্পনা তার রয়েছে কি না? জবাবে তিনি বলেন, “আমি শুধু ‘এমার্জেন্সি’ নামে একটা সিনেমা করেছি মাত্র। আর সেই ছবিটা দেখার পর আমার মনে হয় না কেউ আমাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাইবেন।”

এককথায় তিনি এখানে জরুরি অবস্থায় ইন্দিরা গান্ধীর ভূমিকার প্রসঙ্গ টেনে নেতিবাচক দিকটাই ইঙ্গিত করতে চেয়েছেন।

প্রসঙ্গত, ২০২০ সালে বিএমসির সঙ্গে আইনি জটিলতার পরই মোদি সরকারের তরফে ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা পেয়েছেন কঙ্গনা। একাধিকবার জনসমক্ষে বিজেপির হয়ে সুরও চড়াতে দেখা গেছে তাকে। শুধু তাই নয়, সম্প্রতি নরেন্দ্র মোদিকে ‘আধুনিক ভারতের বিশ্বকর্মা’ বলেও প্রশংসা করেছেন।

রামমন্দির উদ্বোধনের দিনও উপস্থিত ছিলেন সেখানে। বছর দুয়েক আগে একবার বিজেপির টিকিটে ভোটে লড়ার ইচ্ছেপ্রকাশ করেছিলেন। তবে গেরুয়া শিবির থেকে তার সেই প্রেক্ষিতে কোনোরকম উচ্চবাচ্য করা হয়নি।