দোহার প্রতিনিধি মনির হোসেন
ঢাকার দোহারে মুক্তিযোদ্ধাদের নামে পাকা ঘর বিতরনে অনিয়ম, অমুক্তিযোদ্ধাদের মুক্তিযোদ্ধা বানানো সহ নানা দুর্নীতি অনিয়মের অভিযোগ এনে সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রজ্জব আলী মোল্লাকে বয়কটের ঘোষণা দিয়েছেন মুক্তিযোদ্ধারা।
গতকাল শনিবার দুপুর ২টার দিকে দোহার উপজেলার মৈনটঘাটে একটি রেষ্টুরেন্টে আয়োজিত মতবিনিময় সভায় এ ঘোষণা দেন তারা। প্রশাসনের সাথে এ মতবিনিময় সভার আয়োজন করেন মুক্তিযোদ্ধারা।
সভায় বীর মুক্তিযোদ্ধারা অভিযোগ করে বলেন, অসহায় ও অসচ্ছল মুক্তিযোদ্ধাদের সরকারি বরাদ্দের ঘর না দিয়ে অনিয়ম করে সচ্ছল মুক্তিযোদ্ধাদের নামে ঘরগুলো বরাদ্দ দেয়ার তবদির, অমুক্তিযোদ্ধাদের মুক্তিযোদ্ধা বানানো সহ নানা অনিয়ম দুর্নীতি করেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রজ্জব আলী মোল্লা।
সভায় মুক্তিযুদ্ধকালীন ঢাকা জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও ফজলুর রহমান ফাউন্ডেশনের মহাসচিব বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ মোল্লার সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো আলমগীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন দোহার পৌরসভার মেয়র আলমাস উদ্দিন, দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন।
এ সময় ইউএনও তার বক্তব্য বলেন, রাষ্ট্র তাকে মুক্তিযোদ্ধার বিচার করার ক্ষমতা দেননি। তবে উপস্থিত সকল মুক্তিযোদ্ধাদের অভিযোগ তিনি উর্ধতন কর্তৃপক্ষকে জানাবেন।
এ সময় উপজেলা চেয়ারম্যান আলমগীর হোসেন বিভেদ ভুলে সবাইকে এক সাথে থাকার আহব্বান জানান।