today visitors: 5073432

আখেরি মোনাজাতে মধ্যে দিয়ে শেষ হলো   ৫৭ তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব

 

ইঞ্জিঃ সুরুজ্জামান রাসেল

গাজীপুর থেকে

 

শুক্রবার বাদ ফজর আমবয়ানের মধ্য দিয়ে শুরু মুসলিম জাতির অন্যতম বড় জমায়েত ৫৭ তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব।

 

রোববার ফজরের পর বয়ান করেন ভারতের মুফতি মাকসুদ। তার বয়ান বাংলায় তরজমা করেন মাওলানা আব্দুল্লাহ। বয়ানের পরেই হেদায়াতি বয়ান শেষে বেলা ১১টা ১৭ মিনিটে শুরু হওয়া আখেরি মোনাজাত পরিচালনা করেন মাওলানা ইউসুফ বিন সাদ।

 

দ্বিতীয় ধাপের আখেরি মোনাজাতে অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকার অদূরে টঙ্গী র তুরাগতীরে ইজতেমা ময়দানে ছুটে আসেন লাখ লাখ মুসল্লিরা। রোববার ভোর থেকে মুসল্লিরা দলে দলে আসতে শুরু করেন। অনেকেই মধ্যরাতে রওনা হয়ে ফজর নামাজে অংশ নেন। এ ছাড়া পুরুষ মুসল্লিদের পাশাপাশি নারীরাও অংশ নেন আখেরি মোনাজাতে।