ডোমারে আর,এল কোচিং সেন্টারের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত!

 

 

 

আব্দুর রশিদ

(ডোমার উপজেলা প্রতিনিধি)

 

নীলফামারী জেলার ডোমার উপজেলার প্রাণকেন্দ্রে প্রতিষ্ঠিত আর,এল কোচিং সেন্টারের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

আজ শনিবার  (১০ফেব্রুয়ারি ) সকালে ডোমার  উপজেলার  পৌর শহরের ৬নং ওয়ার্ডের আর,এল কোচিং সেন্টারের নিজস্ব ক্যাম্পাসে এসএসসি পরীক্ষার্থীর বিদায়ী সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 

২০২৪ সালের এসএসসি পরীক্ষায় ভর্তি রেজিস্ট্রার অনুযায়ী আর,এল কোচিং সেন্টারের প্রায় অর্ধশত ছাত্র, ছাত্রী অংশ গ্রহণ করছে।

 

প্রতিষ্ঠানের আইসিটি ও অর্থনীতি বিষয়ক শিক্ষক শাহরিন ইসলাম তুহিনের পরিচালনায় শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন অত্র কোচিং সেন্টারে শিক্ষক মোঃ আলিমুল ইসলাম।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আর,এল কোচিং সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ শহিদুল ইসলাম। বিশেষ অতিথি আর,এল কোচিং সেন্টারের মানবিক  বিভাগের সহকারী শিক্ষক মোঃ মেহেরাব ইসলাম। শিক্ষর্থীদের মাঝে পরিক্ষার বিষয় নিয়ে

কথা বলেন দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী সাঈদ-বিন-ইসলাম ও সাকিল ইসলাম এবং শিক্ষার্থীদের মধ্যে অনুভূতি প্রকাশ করেন বেশ কয়েক জন এসএসসি পরীক্ষার্থী।

 

বিদায়ী সংবর্ধনা ও দোয়া মাহফিলে কোচিং সেন্টারের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের স্কেল,কলম ও একটি ফাইল বিতরণ করা হয়।

 

অনুষ্ঠানে বক্তারা বলেন, আর,এল কোচিং মানসম্মত ফলাফল আমাদের সর্বদা অনুপ্রেরণা যুগিয়েছে। ভবিষ্যতেও এই ধারাবাহিকতা তোমাদের আশাতীত ফলাফলে অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আর,এল কোচিং সেন্টার গরীব শিক্ষার্থীদেরকে বিনা মূল্যে বিশেষ সেবা দিয়ে যাচ্ছে।বক্তারা পরীক্ষার্থীদের প্রতি প্রস্তুতিমূলক পরামর্শ দেন এবং তাদের প্রতি শুভ কামনা জানান। এসময় এসএসসি ২০২৪ সালের পরীক্ষার্থীরা প্রতিষ্ঠানের সকল শিক্ষককে সম্মাননা স্মারক প্রদান করেন।