গাজীপুরের ভবানীপুরে আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত ২৫ টি পরিবারকে শুকনো খাবার, আর্থিক সহায়তা ও কম্বল বিতরণ 

 

 

সুরুজ্জামান রাসেল

গাজীপুর থেকে

 

 

গাজীপুরের ভবানীপুরে আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত ২৫ টি পরিবারের মাঝে শুকনো খাবার, আর্থিক সহায়তা ও কম্বল বিতরণ করা হয়।

 

গাজীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট রীনা পারভীন ও ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদের মহিলা ইউপি সদস্য শাহিদা আক্তার ক্ষতিগ্রস্ত পরিবারকে এ সকল সামগ্রী বিতরণ করেন। গত বৃহস্পতিবার ৮ ফ্রেরুয়ারি বিকেলে ভবানীপুর এলাকায় ঈমান আলী হাজী আকনের বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুনে ভাড়াটিয়াদের ২৫ টি কক্ষের থাকা আসবাবপত্র স্বর্ণালংকার নগদ অর্থ জমির মূল্যবান কাগজপত্র সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। এরেই পেক্ষিতে ক্ষতিগ্রস্তদেরকে সহযোগিতা করা হয়। এসময় উপস্থিত ছিলেন, ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাহ উদ্দিন সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা মমতাজ ইউপি সদস্য আবিদ হোসেন বাবুলসহ অন্যান্যরা। এসময় আগুনে পুড়ে যাওয়া আবাসনের ক্ষতিগ্রস্ত ঘরগুলো ঘুরে দেখেন ও খোঁজখবর নেন। গাজীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট রীনা পারভীন বলেন ক্ষতিগ্রস্ত ঘরগুলো দ্রুত সময়ের মধ্যে মেরামত করে দেয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।