মোঃ নুর হোসেন,কমলনগর (লক্ষীপুর)প্রতিনিধি : লক্ষ্মীপুরের কমলনগরে সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন জাতীর শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা কমান্ড মরহুম শাজাহান এর সুযোগ্য সন্তান সমাজ সেবক এ সময়ের তরুনদের আইকন,লক্ষ্মীপুর জেলা পরিষদের সংরক্ষিত নারী আসনের সদস্য অরিন জাহান স্বামী মিরাজ হোসেন শান্ত।
শুক্রবার (০৯ফেব্রুয়ারি) সন্ধায় ০৭ টায় হাজিরহাট বাজারে বসুমিয়া সুপার মার্কেট নবাব হোটেলে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে পরিচয় পর্বের মধ্য দিয়ে দেশরুপান্তরের কমলনগর প্রতিনিধি আমজাদ হোসেন এর সঞ্চালনায় এ-সময় উপস্থিত ছিলেন, সময় টেলিভিশন স্টাফ রিপোর্টার মাজহারুল আনোয়ার টিপু,বাংলা নিউজের জেলা প্রতিনিধি নিজাম উদ্দিন, কমলনগর প্রেসক্লাব এর সাবেক সভাপতি সাজ্জাদুর রহমান যুগান্ত (রামগতি),পল্লী নিউজ সম্পাদক অজিউল্যাহ জুয়েল, লক্ষ্মীপুর ২৪ এর সম্পাদক ছানাউল্যাহ সানু,সমকাল প্রতিনিধি বেলাল হোসেন জুয়েল,কমলনগর প্রেসক্লাব ভারপ্রাপ্ত সভাপতি ও আমার সংবাদ প্রতিনিধি ফয়েজ মাহমুদ,কমলনগর প্রেসক্লাব সাধারণ সম্পাদক ও আজকালের খবর প্রতিনিধি এ আই তারেক,, দৈনিক আমাদের সময় প্রতিনিধি মুসা কাল্লিম উল্লাহ, যুগান্তর কমলনগর প্রতিনিধি শারিয়ার কামাল, সময়ের আলো প্রতিনিধি মোকলেছুর রহমান ধনু, কমলনগর রিপোর্টার্স ক্লাব সভাপতি ইসমাইল হোসেন বিপ্লব বক্তব্য রাখেন।
এ ছাড়া মানব জমিন প্রতিনিধি ও কমলনগর প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক ইউসুফ আলী মিঠু, দৈনিক জনতা প্রতিনিধি সাইফ উল্যাহ হেলাল, ইনকিলাব প্রতিনিধি কাজী মোহাম্মদ ইউনুছ, খবর প্রতিনিধি নাছির মাহমুদ,দৈনিক খোলা কাগজ প্রতিনিধি মাহফুজুর রহমান,দৈনিক গণমানুষের আওয়াজপ্রতিনিধি মোঃ নুর হোসেন, দৈনিক ঢাকা প্রতিনিধি আবুল বাশার, বাংলাদেশ সমাচার প্রতিনিধি নুর মোহাম্মদসহ বিভিন্ন পত্রিকার প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় মিরাজ হোসেন শান্ত বলেন,কমলনগর উপজেলার সাংবাদিক গন বিভিন্ন সমস্যা ও সম্ভাবনায় চিত্র তুলে ধরেন। আমি কোন জনপ্রতিনিধি নয় এবং সামনে ভোট ও করবো না। সাংবাদিকদের সাথে এই মতবিনিময় সভায় থেকে আমি একটি কথা বলতে চাই এলাকার আমি কাজ করে যাচ্ছি এবং যাবো।
অনুষ্ঠানে জেলার সিনিয়র সাংবাদিক সময় টেলিভিশনের রিপোর্টার মাজহারুল আনোয়ার টিপু তরুন সমাজ সেবক মিরাজ হোসেন শান্তর ভূয়সী প্রশংসা করে বলেন, নির্বাচন বা কোন কাজ আসলৈ জন্যই রাজনীতিবিদ ও জন প্রতিনিধিগন সাংবাদিকদের নিয়ে মতবিনিময় করেন কিন্তু কোন কারন ছাড়াই কমলনগরের সকল সাংবাদিকদের নিয়ে মতবিনিময় করে মিরাজ হোসেন শান্ত যে উদাহরণ সৃষ্টি কতেছে তা আগামি দিনে সকলের নিকট মাইল ফলক হয়ে থাকবে বলে মন্তব্য করেন।