today visitors: 5073432

শুরু হয়েছে মাসব্যাপী আয়োজিত বাঙ্গালীর প্রাণের বই মেলা-২০২৪

নিউজ ডেস্ক প্রথম বুলেটিন

শুরু হয়েছে মাসব্যাপী আয়োজিত বাঙ্গালীর প্রাণের বই মেলা-২০২৪। লাখো মানুষের ভালোবাসার মেলায়, এবারো থাকবে নানা বয়সী এবং বিভিন্ন বিষয়ের উপর খ্যাতিমান লেখকদের বই। পাশাপাশি নবীন লেখকদের বইও থাকবে পাঠকের চাহিদায়। আর বছরজুড়ে অপেক্ষায় থাকা কবি-সাহিত্যিক, লেখক-সাংবাদিক ও বই প্রেমিদের নজর এখন মেলা প্রাঙ্গণের স্টলে। অপরদিকে, ব্যস্ত সময় পার করছেন প্রকাশক ও মেলা সংশ্লিষ্টরা। এবার লেখকদের স্বপ্ন পুরণের পালা। কখন পাঠকপ্রিয়তা পাবে কবিতা অথবা বই, এমন ভাবনায় উদগ্রিব তারা। বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় ছিল উৎসবের আমেজ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১ ফেব্রুয়ারি বিকেলে অমর একুশে গ্রন্থমেলার উদ্বোধন করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমাদের ভাষা, সাহিত্য, সংস্কৃতি সবকিছু নিয়ে এগিয়ে যেতে হলে যুগের সঙ্গে তাল মিলিয়ে চলা উচিত। আমি প্রকাশকদের অনুরোধ করব, প্রকাশকরা শুধু কাগজের প্রকাশক হলে হবে না, ডিজিটাল প্রকাশক হতে হবে। ডিজিটাল হলে শুধু আমাদের দেশে নয়, বিদেশেও সবার কাছে এটা পৌঁছাতে পারব। অন্য ভাষাভাষী লোকেরাও পড়বে উদ্বোধনের পর বইপ্রেমী ও দর্শনার্থীদের জন্য প্রাণের এ মেলার দ্বার খোলে বিকেল সাড়ে ৪টার দিকে। পরে সবার জন্য খুলে দেওয়া হয় মেলা প্রাঙ্গণ। মেলায় এবার প্রকাশনা সংস্থা বাড়ছে। গত বছর যেখানে ৬০১টি প্রতিষ্ঠান অংশ নিয়েছিল সেখানে এবার অংশ নিচ্ছে ৬৩৫টি প্রতিষ্ঠান। তাদের মোট ৯৩৭টি ইউনিট বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে একাডেমি প্রাঙ্গণে ১২০টি প্রতিষ্ঠানকে ১৭৩টি এবং সোহরাওয়ার্দী উদ্যান অংশে ৫১৫টি প্রতিষ্ঠানকে ৭৬৪টি ইউনিট বরাদ্দ দেওয়া হয়েছে। ৩৭টি প্যাভিলিয়নের ৩৬টিই থাকবে সোহরাওয়ার্দী উদ্যান অংশে। অন্যটি থাকবে একাডেমি প্রাঙ্গণে। এবার লিটল ম্যাগাজিন চত্বর স্থানান্তর হয়েছে সোহরাওয়ার্দী উদ্যানের উন্মুক্ত মঞ্চের কাছাকাছি গাছতলায়। এবার ১ থেকে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত ছুটির দিন ছাড়া প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা খোলা থাকবে। তবে রাত সাড়ে ৮টার পর নতুন করে কেউ ঢুকতে পারবে না। ছুটির দিন চলবে সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত। ২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকাল ৮টায় শুরু হয়ে চলবে রাত ৯টা পর্যন্ত। বাংলা সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য এ বছর ১১টি বিভাগে ১৬ জন পেয়েছেন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২৩। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের হাতে পুরস্কার তুলে দেন। সাপ্তাহিক ছুটির দিনে মানুষের ঢল নেমেছে অমর একুশে বইমেলায়। পুরো মেলা প্রাঙ্গণেই ছিল দর্শনার্থীদের আনাগোনা। শিশু চত্বরও শিশুদের কলকাকলিতে মুখরিত ছিল। আর এবারের বইমেলায় প্রকাশিত হয়েছে সংবাদ উপস্থাপক শেখ আমিরুল ইসলাম এর চতুর্থ গ্রন্থ নি:স্বার্থ ভালবাসা উপন্যাসটি। বইটির প্রকাশক লোকমান প্রকাশনী এবং পরিবেশনায় রয়েছে মানচিত্র প্রকাশনী। বইটি পাওয়া যাবে সোহরাউয়ার্দী উদ্যানের ৫৭৭ নং স্টলে।