মাস্টার রাড়ি থেকে ফিরে এসে স্টাফ রিপোর্টার তাওহীদ হাসান, সকাল অনুমানিক ৬ টা থেকে বেতন বৃদ্ধি ও বাৎসরিক ছুটির টাকা না পাওয়ার দাবীতে রিদিশা স্পিনিং মিলের শ্রমিকদের ঢাকা- ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। তারপর রিদিশা স্পিনিং মিলের এডমিন ম্যানেজার অবরোধ থামানোর জন্য কথা বললে শ্রমিকরা আরোও উত্তেজিত হয়ে উঠে। এতে প্রায় ১০ কিলোমিটার দূর পর্যন্ত জ্যামের সৃষ্টি হয়। পরে ইউপি চেয়ারম্যান, ইন্ড্রাস্ট্রিয়াল পুলিশ ও ইউএনও এসে প্রায় ৪ ঘন্টা পর শ্রমিকদের রাস্তা থেকে সড়িয়ে দিয়ে গাড়ি চলাচল স্বাভাবিক করেন।কিন্তু শ্রমিকদের দাবী এখনো মানা হয়নি বলে জানা যায়।