মো আরিফুল ইসলাম
বাঘাইছড়ি উপজেলা প্রতিনিধি।
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার কাচালং সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, নবীনদের বরণ, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতি অনুষ্ঠান -২৪ খ্রি: অনুষ্ঠিত হয়।
শনিবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১০.০০ ঘটিকায় স্কুল মাঠ প্রাঙ্গণে ধর্মীয় পাঠের মাধ্যমে আনুষ্ঠানের শুভ সূচনা হয়।
কাচালং সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: জামাল উদ্দিন এর সভাপতিত্বে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মারিশ্যা জোনের জোন কমান্ডার লে: কর্নেল মোহাম্মদ আতিকুর রহমান, পদাতিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মারিশ্যা জোনের উপ - অধিনায়ক মেজর মো: জাকির হোসেন, বাঘাইছড়ি উপজেলা চেয়ারম্যান সুদর্শন চাকমা, বাঘাইছড়ি থানার অফিসার্স ইনচার্জ ইশতিয়াক আহমেদ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সাগরিকা চাকমা, বাঘাইছড়ি প্রেস ক্লাবের সভাপতি দিলীপ কুমার দাশ, কাচালং সরকারি কলেজের অধ্যক্ষ নজরুল ইসলাম, সাবেক পৌর প্রশাসক নিজাম উদ্দিন বাবু এবং স্কুলের শিক্ষক, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অভিভাবকবৃন্দ।
কাচালং সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম এর সঞ্চালনায় অতিথিরা তাদের বক্তব্যে বলেন, শিক্ষায় জাতির মেরুদণ্ড। বর্তমানে শিক্ষা ব্যাবস্থা অনেক বেশি এগিয়ে আছে, এই বিদ্যালয়ের বিভিন্ন ক্ষেত্রে তোমাদের দারুন অবদান রয়েছে, তোমরা এই বিদ্যালয়ের জীবনের ইতিহাসে একটা দারুন অংশ হয়ে থাকবে। তোমাদের এই বিদায় শুভ হোক আশা করি তোমরা নিয়ম-শৃঙ্খলা সুষ্ঠুভাবে পরীক্ষায় অংশগ্রহণ কর। পরীক্ষার কয়েকজন খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করো শিক্ষকদের কথা মেনে চলো বাবা-মায়ের কথা মেনে চলো সকলকে সম্মান করো উচ্চ শিক্ষা অর্জন করে বাবা-মায়ের স্বপ্ন পূরণ কর। তোমরা এ দেশ এবং জাতির আগামী দিনের ভবিষ্যৎ তোমরা আগামী দিনের এই দেশ তথা সমাজের পরিচালক। আমরা চাই তোমরা সফল হয়ে আমাদের বিদ্যালয় সুনাম বয়ে আনুক পিতা-মাতা এবং এলাকাবাসীর মুখ উজ্জ্বল কর নাগরিক হওয়া এবং সর্বোপরি তোমরা শিক্ষিত হও ভালো মানুষ হও।
আলোচনা সভা শেষে স্কুলের কৃতি শিক্ষার্থীদের সম্মাননা, এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ, এবং অতিথিদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন শিক্ষার্থীরা।