আব্দুর রশিদ
(ডোমার উপজেলা প্রতিনিধি)
"স্মার্ট বাংলাদেশ বিনির্মানে স্কাউটিং" এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডোমার উপজেলা স্কাউটসের আয়োজনে এক বিশেষ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
আগামী ২৯ফেব্রুয়ারি থেকে ৩মার্চের অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত থেকে দায়িত্ব পালন করবেন ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা স্কাউটসের সভাপতি নাজমুল আলম বিপিএএ।
প্রশিক্ষণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-উপজেলা স্কাউটের সাধারণ সম্পাদক হারুন-অর-রশীদ,ডোমার শালকী মুক্ত মহাদলের সম্পাদক শাহিনুল ইসলাম বাবু,উপজেলা একাডেমিক সুপার ভাইজার ও আঞ্চলিক যুগ্ম সম্পাদক সাফিউল ইসলাম প্রমুখ।
জানা যায়,ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে আগামী ২৯ ফেব্রয়ারী - ৩মার্চ ২০২৪খ্রি. পযন্ত উপজেলায় ৮র্ম বারের মতো এবাও কাব ক্যাম্পুরী ও স্কাউট সমাবেশ অনুষ্ঠিত হবে এ উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট সদস্যদের নিয়ে উপজেলা স্কাউট ভবনে বিশেষ প্রশিক্ষণ চলছে।
এ বিষয় উপজেলা স্কাউটের সাধারণ সম্পাদক হারুন-অর-রশীদ জানান, সশরীরে মাঠে নিয়ে গিয়ে প্রশিক্ষণ করালে স্কাউট সদস্যরা হাতে কলমে শিখবে এবং সমাবেশে নিজ দলের দক্ষতা বৃদ্ধিতে সক্রিয় ভূমিকা রাখবে।