এম এ মোমিন, ঠাকুরগাঁও।
ভারতে সু চিকিৎসা গ্রহনে অর্থ সাশ্রয়, ভোগান্তি নিরসন, সু নির্দিস্ট চিকিৎসকের পরামর্শ প্রদান, থাকা ও যাতায়াতের সুবিধা প্রদানসহ নানা বিষয় তুলে ধরে ঠাকুরগাঁওয়ে সচেতনমুলক সভা করেছে এম কে সলিউশন টুর এন্ড ট্রাভেলস।
সভায় আমন্ত্রিত রাজনৈতিক, সামাজিক ব্যবসায়িক, সাংবাদিক, শিক্ষকসহ শুশীল সমাজের প্রতিনিধিদের উপস্থিতিতে আয়োজিত টুর এন্ড ট্রাভেলসের প্রোপাইটর আব্দুল্লাহ আল মামুন জানান, ভারতের চেন্নাই, হায়দ্রাবাদ, বেংগালোর, কলকাতা, শিলিগুড়িসহ ভারতের প্রতিটি স্বাস্থ্য প্রতিষ্ঠানে বাংলাদেশীদের সু চিকিৎসায় কাজ করছে প্রতিষ্ঠানটি। তাই কোনি রকম ভোগান্তি ছাড়াই কম খরচে পছন্দের চিকিৎসককে দিয়ে চিকিৎসা সেবা প্রদানের ব্যবস্থা করা। রয়েছে অনলাইনে পরামর্শ প্রদানের ব্যবস্থাও।
গতকাল বৃহস্পতিবার রাতে ঠাকুরগাঁও জেলা শহরের স্পিং গার্ডেন চাইনিজ রেস্টুরেন্টে আয়োজিত সভায় এমন উদ্যোগে স্বাগত জানান আমন্ত্রিতরা।
সব মিলিয়ে স্বাস্থ্য ব্যবস্থার কথা তুলে ধরেন এম কে সলিউশন টুর এন্ড ট্রাভেলস এর সত্বাধিকারী আব্দুল্লাহ আল মামুন। তিনি বলেন ভিসা প্রসেসিং থেকে শুরু করে স্বল্প খরচে ভারতে চিকিৎসার বিষয়ে যাবতীয় কার্যক্রম সহজে করা হচ্ছে। মানুষের উপকারের জন্য পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।