today visitors: 5073432

বিজেপিতে যোগ দেওয়া প্রসঙ্গে মুখ খুললেন দেব

বিনোদন ডেস্ক :

সংসদ সদস্য পদ থেকে ইস্তফা নিয়ে জল্পনার মধ্যে অবশেষে মুখ খুললেন পশ্চিমবঙ্গের ঘাটালের তৃণমূল সাংসদ দেব। বিতর্কে ইতি টেনে দাবি করলেন, এখনই ইস্তফা দিচ্ছেন না।

তবে সাংসদ হিসেবে এবারের মেয়াদ শেষ করলেও ভারতের আগামী লোকসভা নির্বাচনে প্রার্থী হবেন কি না—তা নিয়ে ধোঁয়াশা বজায় রেখেছেন তারকা দেব। বরং ইঙ্গিতপূর্ণভাবে তিনি জানিয়েছেন, ভোটে দাঁড়াবেন কি না তা নিয়ে এখনও সিদ্ধান্ত নিতে পারেননি। নিজের মনের কথা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও জানিয়েছেন। একইসঙ্গে স্পষ্ট করে দিয়েছেন, বিজেপির কোনো নেতার সঙ্গে তার কথা হয়নি।

কয়েকদিন আগেই ঘাটাল হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানসহ তিনটি পদ থেকে ইস্তফা দেন তৃণমূল সাংসদ দেব। এরপরই তিনি আর ঘাটাল থেকে ভোটে লড়বেন কি না, তা নিয়ে জল্পনা তৈরি হয় রাজনৈতিক মহলে।

গতকাল বৃহস্পতিবার সংসদে দেবের বসার আসনের একটি ছবি দিয়ে ইঙ্গিত দিয়ে নিজের ইনস্টাগ্রাম পোস্টে দেব লেখেন, আর মাত্র কয়েক ঘণ্টা! এই পোস্টের পরই তার রাজনৈতিক জীবনের ভবিষ্যৎ নিয়ে নতুন করে জল্পনা তৈরি হয়।

যদিও ইস্তফার সম্ভাবনা উড়িয়ে দিয়ে দেব এ দিন বলেন, ‘কে বলল আমি ইস্তফা দিচ্ছি? কেনইবা ইস্তফা দিতে যাব?’

তবে তিনি যে এবার ভোটে দাঁড়াবেন, সেই নিশ্চয়তাও দেননি দেব। বরং এ বিষয়ে যে এখনও তিনি দোলাচলে রয়েছেন এবং ভোটে না দাঁড়ানোর সম্ভাবনাও রয়েছে, তা স্পষ্ট করে দিয়েছেন তৃণমূল সাংসদ।

দেব বলেন, ‘আজকে সত্যিই সাংসদ হিসেবে এবারের কার্যকালের শেষ দিন ছিল । আমি ভোটে দাঁড়াব কি দাঁড়াব না জানি না। হ্যাঁ মাথায় কিছু চলছে, আমি মিথ্যা বলব না। এবারে হয়ত নাও দাঁড়াতে পারি। আমার কাছে সম্পর্ক আসল। আমার সঙ্গে দিদির কথা হয়েছে। আমি আমার মনের কথা দিদিকে বলেছি।’

বিজেপি নেতা এবং অভিনেতা রুদ্রনীল ঘোষ দাবি করেছিলেন, দেবের সঙ্গে বিজেপির এক নেতার কথা হয়েছে। এ দিন রুদ্রনীলকেও জবাব দিয়েছেন ঘাটালের তৃণমূল সাংসদ। দেব বলেন, ‘ও হয়ত আমার থেকে বেশি জানে। আমার সঙ্গে সত্যিই কারও কথা হয়নি। পদে থাকি বা না থাকি, কাজ করার জন্য পদ লাগে বলে মনে করি না। ২০২৪-এর লোকসভা ভোটে দাঁড়াব কি না তা দিদির ওপর নির্ভর করবে।’

দেব অনীহা প্রকাশ করলেও দল যে ফের তাকেই ঘাটালে প্রার্থী করতে আগ্রহী। ইতোমধ্যেই সেই ইঙ্গিত দিয়ে দিয়েছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শেষ পর্যন্ত লোকসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী তালিকায় দেবের নাম থাকে কি না, তা অবশ্য সময়ই বলবে।