স্বাধীন আলম হোসেন
লালপুর নাটোর প্রতিনিধি
সংবাদ প্রকাশের পর প্রকল্পটির বাস্তবায়ন কাজ সাময়িক ভাবে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সংশ্লিষ্ট দপ্তর। ইটের গুনাগুন পরীক্ষার পরে লিখিত অনুমতি নিয়ে পূনরায় কাজ শুরুর কড়া নির্দেশনা দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট দপ্তর সূত্রে জানা যায়, ২০২৩-২০২৪ অর্থ বছরের “গ্রামীণ মাটির রাস্তা সমূহ টেকসই করণের লক্ষ্যে হেরিং বোন বন্ড (এইচবিবি) করণ(২য় পর্যায়)' প্রকল্পের আওতায় উপজেলার ০১ নং প্যাকেজের কচুয়া মুচিপাড়া মোড় হইতে কচুয়া কারিগরপাড়া ফরোজের বাড়ী পর্যন্ত এক হাজার মিটার রাস্তা এইচবিবি করণ প্রকল্পটি কাজে অনিয়মের খবর প্রকাশিত হয়। প্রকাশিত খবরের প্রেক্ষিতে সহকারী কমিশনার (ভূমি) লালপুর নাটোর ও উপ-সহকারী প্রকৌশলী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সরেজমিনে পরিদর্শন করেন। পরিদর্শন কালে প্রকল্পের কাজে কিছু মানহীন ইট ব্যবহার করা হয়েছে এবং কিছু মানহীন ইট কাজের জন্য মজুদ করা হয়েছে বলে মনে করেন। বিষয়টি অধিকতর তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য প্রকল্পটির বাস্তবায়ন কাজ সাময়িক বন্ধ রাখার জন্য বলা হয়। পরবর্তীতে প্রকল্প স্থানে কমপক্ষে ২০ হাজার ইট মজুদ করে ইটের গুনাগুন পরীক্ষার পরে লিখিত অনুমতি নিয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী/ কার্য-সহকারীর উপস্থিতিতে কাজ সম্পাদনের জন্য নির্দেশ দেওয়া হয়।