মোঃ শরিফ বিল্লাহ
ডোমার উপজেলা প্রতিনিধি
নীলফামারি জেলার ডোমার উপজেলার চিলাহাটিতে বীর মুক্তিযোদ্ধা আফতাবউদ্দিন সরকার টানা তৃতীয় বারের মতো নীলফামারি ১ (ডোমার-ডিমলা) আসন হতে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় বাংলাদেশ ছাত্রলীগ ভোগডাবুরী ইউনিয়ন এর আয়োজনে প্রমীলা ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি ডোমার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান চিলাহাটি মার্চেন্টস উচ্চ বিদ্যালয় মাঠে খেলাটির উদ্বোধন ঘোষণা করেন।
উক্ত খেলায় প্রধান বক্তা হিসেবে ছিলেন ডোমার উপজেলা শাখা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রাশেদ।
স্থানীয় নেতৃবৃন্দ বাংলাদেশ আওয়ামী লীগ ভোগডাবুরী ইউনিয়ন ভারপ্রাপ্ত সভাপতি রাশেদুল ইসলাম ফিলিপ ও সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বকুল সহ স্থানীয় বিভিন্ন নেতৃবৃন্দ।
উল্লেখ্য বাংলাদেশ ছাত্রলীগ ভোগডাবুরী ইউনিয়ন শাখা প্রতিবছরই এরকম বড় পরিসরে বিভিন্ন টুর্নামেন্ট আয়োজন করে থাকে। তারই প্রেক্ষিতে এবারের আয়োজন বলে জানা যায়।
ভোগডাবুরী ইউনিয়ন শাখার সাবেক প্রচার সম্পাদক মোঃ আহসান হাবিব শাওনের নেতৃত্বে জাকজমক পূর্ণভাবে খেলাটি অনুষ্ঠিত হয়েছে।
খেলা দেখতে আসা ফুটবল প্রেমী দর্শকরা ভোগডাবুরী ইউনিয়ন ছাত্রলীগকে ধন্যবাদ জানায় প্রতিবছর সুন্দর আয়োজন করার জন্য।
তারা এমন আয়োজন প্রতিবছরই এমন আয়োজন দেখতে চায়। এবং চিলাহাটিতে একটি পূর্ণাঙ্গ স্টেডিয়াম নির্মাণের দাবী জানায়।