রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধি:
প্রতি বছরের ন্যায় কুড়িগ্রামে চরমোনাই মাহফিলের নমুনায় ৩ দিনব্যাপী বিশাল ইজতেমা ও হালকায়ে জিকির অনুষ্ঠিত।
বৃহস্পতিবার কুড়িগ্রাম ধরলা সেতুর পূর্ব পাড়ে ইজতেমার উদ্বোধন হয়। ইজতেমায় ৮,৯ ও ১০ তারিখ পর্যন্ত পীর সাহেব চরমোনাই সহ দেশবরেণ্য ওলামা মাশায়েখগণ হাদিস কোরানের আলোকে বয়ান পেশ করবেন এবং রবিবার আখেরী মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমাটি শেষ হবে। আখেরী মোনাজাত পাঠ করবেন পীর সাহেব চরমোনাই।
ইজতেমার প্রধান অতিথি আমীরুল মুজাহিদীন, আলহাজ্ব হযরত মওলানা মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই। এই ইজতেমা মাহফিলে দূর দুরান্তর হতে হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমানেরা উপস্থিত হয়ে সেখানে দিবানৈশ্য যাপন করে মাহফিলে খোদার নৈকট্যতা লাভের জন্য ইবাদত বন্দেগীতে মশগুল হয়। ইজতেমাটি ব্যবস্থাপনা করেন বাংলাদেশ মুজাহিদ কমিটি কুড়িগ্রাম জেলা শাখা।
রফিকুল ইসলাম রফিক
কুড়িগ্রাম
তারিখ ০৯/০২/২০২৪