মো: আলাউদ্দীন, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:
সাতক্ষীরা কালিগঞ্জের মৌতলা মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সম্বর্ধনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
(৮ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার ) সকাল সাড়ে ১১ টায় বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে ২০২৪ সালের এসএসসি পরীক্ষাথীদের বিদায়ী সংবর্ধনা ও দোয়া অনুষ্টানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাটের মধ্য দিয়ে আলোচনা সভায় অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তহমিনা পারভীন এর সভাপতিত্বে ও শেখ ফাহাদ হোসেন, রুকাইয়া ইসলাম, শ্রেয়া দে যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও বিশিষ্ট সাংবাদিক আশিক মেহেদী,
বক্তব্য বলেন বিদ্যালয়ে প্রতিটি স্থানে তোমাদের স্পর্শ লেগে আছে এই বিদ্যালয়ের প্রাঙ্গন তোমরা ভরিয়ে দিয়েছো উপস্থিতির মাধ্যমে ভালো পড়াশোনা খেলাধুলা ও সাংস্কৃতিক প্রতিভার মাধ্যমে এই বিদ্যালয় কে তোমরা গর্বিত করেছ ।
এই বিদায়টা যতটা দুঃখের ঠিক ততটাই আনন্দের কারণ জীবনের অমৃত রেখে তোমরা এগিয়ে যাবে মুঠো মুঠো কুড়িয়ে নেবে জীবনের সাফল্য সুধা।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন,শ্যামনগর মহাসিন ডিগ্রী কলেজের প্রভাষক বিসিএস ক্যাডার সৈয়দ রাফসান জানি,
দেভাটা কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ আলি,
এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিল কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য মির্জা আরিফুল ইসলাম, সদস্য কার্তিক চন্দ্র ভাইয়া,আব্দুর রশিদ মুকুল, বিদ্যুৎসাহী সদস্য শেখ মশিউর রহমান,
উপস্থিত ছিল বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সঞ্জীব কুমার বাবু, সিনিয়র শিক্ষক আনারুল ইসলাম,সিনিয়র শিক্ষক ইকরামুল হোসেন , সিনিয়র শিক্ষক সেলিম রেজা,
এই সময় বিদ্যালয়ের
সিনিয়র শিক্ষক বাবলু কুমার সেন সংগীত পরিবেশন করেন,
এই সময় আরো উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক মোঃ হারুনর রশীদ, সিনিয়র শিক্ষক হাফিজুর রহমান হাফিজ। এছাড়া ২০২৪ সালের মৌতলা মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থী ১৪১ জন অংশ নিবে।
পরে এসএসসি বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে দোয়া মোনাজাত পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা রুহুল কুদ্দুস ।