today visitors: 5073432

রায়গঞ্জে ভাষা প্রতিযোগ অনুষ্ঠিত হয়েছে

 

 

মোঃ আতিকুল ইসলাম,রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের রায়গঞ্জে প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে সদর বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ভাষা প্রতিযোগ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার সকাল ১১টার দিকে রায়গঞ্জ উপজেলা সদর বালিকা উচ্চ বিদ্যালয়ে এ আয়োজন করা হয়। ভাষার মাস উপলক্ষে শিক্ষার্থীদের মধ্যে বাংলা ভাষার ইতিহাস, মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু এবং বাংলাদেশ বিষয়ে ২০ মার্কের সাধারণ জ্ঞান পরিক্ষা নেওয়া হয়। বিদ্যালয়ের ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণী পর্যন্ত ৫০ জন শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন রায়গঞ্জ বন্ধুসভার সভাপতি ও কুড়মালি ভাষার লেখক ও গবেষক উজ্জ্বল কুমার মাহাতো, বিদ্যালয়ের সহকারী শিক্ষক রায়গঞ্জ বন্ধুসভার প্রতিষ্ঠাতা সভাপতি সেলিম রেজা খন্দকার, সাবেক সভাপতি মো. আতিকুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক মোস্তফা আলমগীর খান, সহকারী শিক্ষক মাসুদ রানা প্রমুখ।

পরিক্ষা গ্রহণ শেষে ভাষার মাস উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে বাংলা ভাষার ইতিহাস, মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু ও বাংলাদেশ বিষয়ে আলোচনা করেন রায়গঞ্জ বন্ধুসভার সভাপতি ও কুড়মালি ভাষার লেখক ও গবেষক উজ্জ্বল কুমার মাহাতো।

 

 

মোঃ আতিকুল ইসলাম

রায়গঞ্জ, (সিরাজগঞ্জ) প্রতিনিধি।

মোবাইলঃ ০১৭৪৪-৯৫০০১৬

তারিখঃ ০৮-০২-২০২৪