বগুড়ায় বিদ্যুৎস্পৃষ্টে আহত আট কেজি ওজনের শকুন উদ্ধার

 

 

মোঃরিপন ইসলাম বগুড়া ঃ

 

বগুড়ার শিবগঞ্জ থেকে আহত অবস্থায় একটি শকুন উদ্ধার করেছে শিক্ষার্থীদের পরিবেশবাদী সংগঠন ‘তীর’। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার বগিলাগাড়ি গ্রাম থেকে শকুনটি উদ্ধার করা হয়।

 

সংগঠনের সাধারণ সম্পাদক হোসেন রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বগিলাগাড়িতে কিছু যুবক আহত একটি শকুন আটকে রেখেছে। সেখানে উপজেলার বিহার ইউনিয়নের আঞ্চলিক কমিটি গিয়ে যুবকদের বন্যপ্রাণী সংরক্ষণ আইন সম্পর্কে সচেতন করার পর আট কেজি ওজনের শকুনটি তাদের হাতে তুলে দেয়। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শকুনটি আহত হয়ে পড়েছে।

 

তিনি আরও জানান, শকুনটি অসুস্থ থাকায় সামাজিক বন বিভাগ বগুড়ার কাছে হস্তান্তর করা হয়েছে। কর্তৃপক্ষ প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করে পরবর্তী উদ্যোগ নেওয়া হয়েছে।

 

সামাজিক বন বিভাগ বগুড়ার উপ-বন সংরক্ষক মতলুবুর রহমান বলেন, শকুনটি অসুস্থ মনে হচ্ছে। চিকিৎসা দিয়ে সুস্থ করে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।