মানিকগঞ্জে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন নতুন অফিস উদ্বোধন

 

রিপোর্টার মোঃ আমিনুর রহমান, সাটুরিয়া প্রতিনিধি, মানিকগঞ্জ।

 

মানিকগঞ্জে সমন্বিত সরকারি অফিস ভবনে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন (বিএইচবিএফসি) এর গৃহঋণ সেবা কার্যক্রম চালু হয়েছে। বুধবার সকালে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুল মান্নান প্রতিষ্ঠানটি নতুন কার্যালয় উদ্বোধন করেন।

 

এসময় উপস্থিত ছিলেন এ সময় বিএইচবিএফসি’র উপব্যবস্থাপনা পরিচালক অরুন কুমার চৌধুরী, মহাব্যবস্থাপক মো. খাইরুল ইসলাম, প্রতিষ্ঠানটি উর্ধতন কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুল মান্নান বলেন একই ভবন থেকে জেলার সব গুরুত্বপূর্ণ সরকারি সেবা বিতরণের লক্ষ্যে সরকার এ সমন্বিত সরকারি অফিস ভবন প্রকল্প বাস্তবায়ন করেছেন।

 

মানিকগঞ্জ জেলায় নব নির্মিত এ ভবনে বিএইচবিএফসি অফিস স্পেস বরাদ্দ পায়। এর জন্য তিনি প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে ধণ্যবাদ জ্ঞাপন করেন।

 

তিনি আরো বলেন অন্যান ব্যাংকে ১২ থেকে ১৩ পার্সেন্ট সুদ নিয়ে হাউজ লোন দেন। কিন্তু বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন মাত্র ০৮ পার্সেন্ট ও কৃষকদের জন্য ০৭ পারসেন্ট লোন দিয়ে থাকেন।