today visitors: 5073432

সীমা ছাড়িয়ে সচেতনার বার্তা দেওয়া উচিত্‍ নয়

বিনোদন ডেস্ক :

বলিউড পাড়া এখন পুনম পান্ডেকে নিয়ে তোলপাল। হঠাৎ মৃত্যুর স্ট্যাটাসটি ঘিরেই এ শোরগোল। অবশ্য পরে জানা যায়, আসলে মারা যাননি পুনম। তিনি বিশ্ব ক্যানসার দিবস উপলক্ষে ‘জরায়ুমুখের ক্যানসার’ নিয়ে জনসচেতনতা বৃদ্ধির জন্যই এ অভিনব কৌশল অবলম্বন করেছিলেন।

পুনমের এমন ঘটনা শুনে খানিক অবাক হয়েছিলেন জয়া আহসান। তিনি জানান, সব কিছুর একটা পরিমিতিবোধ থাকা উচিত। সীমা ছাড়িয়ে সচেতনার বার্তা দেওয়া উচিত্‍ নয়।

জয়া বলেন, আমার ক্ষেত্রেও একবার এমন হয়েছিল। বাংলাদেশের এক বিজ্ঞাপনী সংস্থা একটি কনসেপ্ট নিয়ে এসেছিল যে, জয়া আহসান হারিয়ে গেছে— এমন এক ভাবনা ছিল সেই ক্যাম্পেইনের। কিন্তু আমাদেরও দায়িত্বের কথা মনে রাখা দরকার। ভক্তদের জন্যই আমাদের অস্তিত্ব, তাদের কথা ভুলে গেলে চলবে না।

এর আগে, গত ২ জানুয়ারি ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে পুনমের মৃত্যুর খবরটি শেয়ার করেন তার ম্যানেজার। সেই সময় তিনি জানান, পুনম সার্ভিকাল ক্যান্সারে (জরায়ুমুখের ক্যান্সার) ভুগছিলেন। এরপর বিষয়টি নিয়ে এক ভিডিও বার্তায় ভক্তদের কাছে ক্ষমাও চান তিনি।