today visitors: 5073432

ইরানে অন্যরকম জয়া

বিনোদন ডেস্ক :

সদ্য সমাপ্ত ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব উদ্বোধন হয়েছিল বাংলাদেশ-ইরানের যৌথ প্রযোজনায় তৈরি ‘ফেরেশতে’ সিনেমা দিয়ে। এবার ইরানের তেহরানে ৪২তম ফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও ঘটল একই ঘটনা।

১ ফেব্রুয়ারি পর্দা ওঠে ৪২তম ফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। ১১ ফেব্রুয়ারি পর্দা নামবে এর।

সোমবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ফজর উৎসবের বেশ কিছু ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। ছবিতে ইরানের ঐতিহ্যবাহী পোশাকে ধরা দিয়েছেন জয়া আহসান। জয়া ছাড়া শিমুও হাজির হয়েছিলেন ইরানের ঐতিহ্যবাহী ধর্মীয় পোশাকে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফেরেশতের প্রধান চরিত্রের তিন অভিনয়শিল্পী জয়া আহসান, রিকিতা নন্দিনী শিমু, সুমন ফারুক, তেহরানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মঞ্জুরুল করিম খান, পরিচালক মুর্তজা অতাশ জমজম ও গল্পকার মুমিত আল রশিদ।
অনুষ্ঠানে জয়া ও শিমু প্রশংসিত হয়েছেন। এ ছাড়া সিনেমা প্রদর্শনীর আগে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। একটি ছবিতে দেখা যায়, অভিনেত্রীকে সবার সামনে পরিচয় করিয়ে দিচ্ছেন ইরানের পরিচালক মুর্তজা অতাশ জমজম। এরপরই উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় এ নায়িকা।
 
জয়া আহসান বলেন, ‘ইরানের এ চলচ্চিত্র উৎসবে আমন্ত্রণ পেয়ে আমি খুবই খুশি। এ দেশে আব্বাস কিয়োরোস্তামি, দারিউশ মেহেরজুই, মাজিদ মাজিদির মতো বিখ্যাত চলচ্চিত্রকার জন্মেছেন। তাদের কাজগুলো সব সময় আমাদের অনুপ্রেরণা জুগিয়েছে।’
 
এর আগে সিনেমাটি প্রসঙ্গে জয়া আহসান বলেছিলেন, “এ সিনেমায় কাজ করাটা আমার জন্য খুব চ্যালেঞ্জিং ছিল। সিনেমাটির পুরো টিম তাদের নিজ দেশের ভাষায় কথা বলেন। কিন্তু চলচ্চিত্রের তো আর ভাষা নেই। সে জন্য আমরা দারুণভাবে সংযোগ করতে পেরেছি। এটি মানবিক মূল্যবোধ ও অনুভূতির মিশেলে তৈরি হয়েছে। বিশ্বের সিনেমাপ্রেমী মানুষদের ‘ফেরেশতে’ মুগ্ধ করবে।”