today visitors: 5073432

মনে আছে ‘ভূতনাথ’ সিনেমার সেই ‘বাঙ্কু’কে?

বিনোদন ডেস্ক :

কথায় আছে, সময় ও নদীর স্রোত কারো জন্য অপেক্ষা করে না। কথাটি যে একেবারেই ভুল নয় তা প্রমাণ করেন আমান সিদ্দিকী। এখন প্রশ্ন হচ্ছে তিনি কে? এই নাম বললে হয়তো কিছু মনে না পড়লেও মনে আছে ‘ভূতনাথ’ সিনেমার কথা?

২০০৮ সালের মে মাসে মুক্তি পায় বলিউড শিশুতোষ ভৌতিক চলচ্চিত্র ‘ভূতনাথ’। সিনেমাটির মুখ্য ভূমিকায় ছিলেন এই আমানই। ছবিতে তার নাম ছিল ‘বাঙ্কু ভাইয়া’ ওরফে বাঙ্কু।

সিনেমায় বাঙ্কুর নীলাভ চোখ, টোল পরা হাসি যেন আজও মনে আছে সবার। তবে সিনেমার সেই ছোট্ট বাঙ্কু আর ছোট নেই। সময়ের সঙ্গে আজ তিনি হ্যান্ডসাম হাঙ্ক।
 
কেমন দেখতে হয়েছে আমান, চলুন জেনে নিই?
আমান সিদ্দিকীর (বাঙ্কুর) প্রোফাইলে গেলে দেখা যায়, ছোট্ট বাঙ্কু এখন মনোনিবেশ করেছেন সংগীতচর্চায়। তবে অনুরাগীর সংখ্যা খুব বেশি নয়।
দীর্ঘদিন কেন পর্দার আড়ালে আমান?
এ বিষয়ে এক সাক্ষাৎকারে আমান সিদ্দিকী বলেন, বর্তমানে আমার একমাত্র ফোকাস পড়াশোনায়। বাকি কোনোদিকে তাকানোর সময় নেই। তবে আবার কবে নাগাদ পর্দায় ফিরবেন সে বিষয়ে স্পষ্ট কিছু জানাননি এ তারকা।
 
ভূতনাথ’ সিনেমার ১৬ বছর পার হয়ে গিয়েছে। তারপরও মনে হয় সেদিনের সিনেমা। এমনভাবেই মানুষের মনে দাগ কেটে গেছে। বৃদ্ধ অবস্থায় সন্তানকে কাছে না পাওয়ার যন্ত্রণা, ভূত হয়েও নিজ পরিবার পাওয়ার আকুল কাতরতাই যে নিখুঁতভাবে ফুটিয়ে তোলা হয়েছিল সিনেমাটিতে।
 
এতে মুখ্য ভূমিকায় ছিলেন খোদ ভূতনাথ অমিতাভ বচ্চন ও জুহি চাওলা। এ ছাড়া স্পেশাল অ্যাপিয়ারেন্সে হাজির ছিলেন শাহরুখ খান।
 
বিবেক শর্মা পরিচালিত সিনেমাটিতে আরও অভিনয় করেছেন আমান সিদ্দিকী, প্রিয়াংশু চ্যাটার্জি, রাজপাল যাদব, নীনা কুলকার্নি, সতীশ শাহ, দিলনাজ পাল, নাউহীদ কায়রাসী ও আশীষ চৌধুরী। এই ছবির গল্পটি মূলত অস্কার ওয়াইল্ড-এর ছোটগল্প দ্য সেন্টারভিলি গোস্ট-এর একটি অভিযোজন।