নিজস্ব প্রতিনিধি :
আখেরি মোনাজাতের মধ্য দিয়ে আজ রোববার (৪ জানুয়ারি) শেষ হচ্ছে বিশ্ব ইজতেমার প্রথমপর্ব। মোনাজাতে অংশ নিতে ভিড় বাড়ছে টঙ্গীর তুরাগ তীরে।
সকাল ৯টা থেকে ১০টার মধ্যে আখেরি মোনাজাত পরিচালনা করবেন বাংলাদেশের মাওলানা জুবায়ের।
শেষ দিন ফজরের পর থেকেই বয়ান আর জিকিরে মুখর ইজতেমা ময়দান। এদিন ফজরের নামাজের পর হেদায়েতের বয়ান করছেন পাকিস্তানের মাওলানা জিয়াউল হক। এরপর নসিহতমূলক কথা বলবেন ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা।
ইজতেমা শেষে মুসল্লিদের যাতায়াত নির্বিঘ্ন করতে ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। মধ্যরাত থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আব্দুল্লাহপুর থেকে গাজীপুর মহানগরীর ভোগড়া বাইপাস ও টঙ্গী স্টেশন রোড-কামারপাড়া পর্যন্ত সবধরণের যান চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।
৯ ফেব্রুয়ারি দ্বিতীয় পর্বের ইজতেমা শুরু হবে। ১১ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের ইজতেমা।