হত্যা মামলার আসামিকে গ্রেপ্তার কেএমপির সোনাডাঙ্গা মডেল থানার

নিজস্ব প্রতিনিধি :

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সোনাডাঙ্গা মডেল থানার বিশেষ অভিযানে হত্যা মামলার এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ছয়টার দিকে সোনাডাঙ্গা মডেল থানা-পুলিশের একটি চৌকস দল থানাধীন ছোট বয়রা ফয়েজ উদ্দিন স্কুলের পেছন থেকে হাবিবুর রহমান ওরফে সবুজকে (৩২) গ্রেপ্তার করে।

সবুজ আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারা অনুযায়ী স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

২৩ জানুয়ারি সন্ধ্যায় সোনাডাঙ্গা মডেল থানাধীন ৩১ কেডিএ অ্যাভিনিউ রোডের আহসানউল্লাহ কলেজের মেইন গেটের সামনে পাকা রাস্তার ওপর সাদিকুর রহমান রানা ওরফে বিহারী রানাকে (৩৬) এলোপাতাড়ি গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় হাবিবা রানু (৩০) এজাহারনামীয় ১০ জনসহ অজ্ঞাতনামা ৪/৫ জন আসামি করে মামলা করেন।