নিজস্ব প্রতিনিধি :
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) খুলশী থানার অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
গত সোমবার (২৯ জানুয়ারি) নগরীর পাহাড়তলী থানাধীন গ্রিন ভিউ আবাসিক এলাকা থেকে আসামি আব্দুল জব্বারকে গ্রেপ্তার করা হয়।
খুলশী থানা-পুলিশ জানায়, মাদকের মামলায় আসামি জব্বারকে যাবজ্জীবন ও ২০ হাজার টাকা জরিমানা করেছিলেন আদালত। দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন তিনি। অবশেষে তাঁকে গ্রেপ্তার করা হলো।