রিয়াদকে চ্যালেঞ্জ করার মতো ক্রিকেটার নেই: সুজন

স্পোর্টস ডেস্ক :

বিপিএলের দশম আসরে ফরচুন বরিশালের হয়ে রীতিমতো তাণ্ডব চালিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। ক্রিকেট ক্যারিয়ারের সায়াহ্নে এসে ২৪ বলে ৫১ রানের দানবীয় ইনিংস খেলেছেন তিনি। তার এমন ব্যাটিংয়ে মুগ্ধ হয়েছেন ক্রিকেট ভক্তরা। বিসিবির কর্তারাও রিয়াদ বন্দনায় মেতেছেন।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের আউটারে অনুশীলনে নামে দুর্দান্ত ঢাকা। অনুশীলন শেষে দলটির পক্ষ থেকে গণমাধ্যমে কথা বলেন কোচ খালেদ মাহমুদ সুজন। নিজের দলের পাশাপাশি বিপিএলে মাহমুদউল্লার ব্যাটিং নিয়েও কথা বলেন তিনি।

 মাহমুদউল্লাহ রিয়াদের প্রশংসা করে খালেদ মাহমুদ সুজন বলেন, ‘মাহমুদউল্লাহ গত ম্যাচে যেভাবে রান করেছে আমার কাছে মনে হয়, অনেকের জন্য এটা একটা অনুপ্রেরণামূলক ইনিংস হয়ে থাকবে। বাংলাদেশে যারা তরুণ ক্রিকেটাররা রয়েছে কিংবা আমাদের যারা জাতীয় দলের নায়ক, তাদের জন্য এটা একটা অনুপ্রেরণামূলক ইনিংস হয়ে থাকবে। দুর্দান্ত ব্যাটিং করেছে রিয়াদ। আমার কাছে দারুণ লেগেছে।’

৩৮ বছর বয়সী এই ক্রিকেটার এখন কেবল সাদা বলের ক্রিকেট খেলছেন। বিষয়টিকে মানতে পারেন না সুজন। তিনি বলেন, ‘আমি তো সবসময় বলি যে মাহমুদউল্লাহ তিন ফরম্যাটে খেলার মতো যোগ্য। তার সাথে তো কোনো ধরনের সমস্যা নেই। আমার কাছে খুবই কষ্ট লাগে যে, মাহমুদউল্লাহ টেস্ট খেলে না। ও সেখান থেকে অবসর নিয়েছে, আমি এটা এখনো মানতে পারি না। আমি মনে করি, ওর এখনো টেস্ট খেলার মত সামর্থ্য আছে। এরকম একজন অভিজ্ঞ ক্রিকেটার বাংলাদেশের টেস্ট ম্যাচের জন্য অনেক দরকার। হয়তোবা ওর ব্যক্তিগত কারণে কিংবা যেহেতু বয়স একটা চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে, তাই একটা ফরম্যাট ছেড়ে বাকি দুইটার প্রতি মনোনিবেশ করাও একটা কারণ হতে পারে। এদিক থেকে সিদ্ধান্তটা রিয়াদের।’

বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস গণমাধ্যমের সামনে বলেছেন, টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য মাহমুদউল্লাহ ‘অটো চয়েস’। এই বিষয়ে দুর্দান্ত ঢাকার কোচও সহমত প্রকাশ করে বলেন, ‘আমি নিশ্চিতভাবে বলতে পারি, রিয়াদের যে অভিজ্ঞতা এবং রিয়াদ যে ফর্মে আছে ওর এই পজিশনে এখন ওকে চ্যালেঞ্জ করার মতো কোনো ক্রিকেটার নেই। সত্য কথা বলতে রিয়াদ অবশ্যই টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ‘অটো চয়েস’।’

এ দিকে অভিজ্ঞ এই ক্রিকেটারের সঙ্গে আরেক সিনিয়র ক্রিকেটার মুশফিকুর রহিমের প্রসঙ্গ তুলে খালেদ মাহমুদ বলেন, ‘মুশফিক-রিয়াদরা তো অবশ্যই অনেক অভিজ্ঞ ক্রিকেটার। যতগুলো বিপিএলের আসর হয়েছে, সবগুলোতেই তারা খেলেছে। তবে ওদের এই পারফরম্যান্স ছোটদের জন্য অনুপ্রেরণামূলক। মুশফিক-রিয়াদ যেভাবে ক্রিকেট খেলে, সেটা অবশ্যই ছোটদের জন্য একটি শিক্ষা হতে পারে হতে পারে।’

তরুণদের কথা উল্ল্যেখ করে দুর্দান্ত ঢাকার কোচ খালেদ মাহমুদ বলেন, ‘জুনিয়র তামিম কিছু ম্যাচে ভালো ব্যাটিং করেছে। জয়, দিপু ভালো ব্যাটিং করেছে। আমাদের নাঈমও দুইটা ম্যাচে খুব ভালো ব্যাটিং করেছে, সবাই করছে। আমি মনে করি, আমাদের দেশি ছেলেরা আরও যত বেশি পারফর্ম করবে, আমাদের সেটাই বড় প্রাপ্তি হবে।’