রাতে আল নাসরের মুখোমুখি মেসির ইন্টার মায়ামি

স্পোর্টস ডেস্ক :

প্রথম ম্যাচে আল হিলালের বিপক্ষে হেরেছিল, সৌদি আরব সফরে দ্বিতীয় ম্যাচে বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) ক্রিস্টিয়ানো রোনালদোর আল নাসরের বিপক্ষে মাঠে নামছে লিওনেল মেসির ইন্টার মায়ামি। কিংডম অ্যারেনায় বাংলাদেশ সময় রাত ১২টায় গড়াবে ম্যাচটি।

মঞ্চ প্রস্তুত, প্রস্তুত মেসিও। কিন্তু এ ম্যাচে বিশ্ব ফুটবল মেসি-রোনালদোর আরেকটি লড়াই দেখতে পারছে না। চোট থেকে পুরোপুরি সেরে না উঠায় খেলছেন না ক্রিস্টিয়ানো রোনালদো। তার না থাকার বিষয়টি নিশ্চিত করেন আল নাসরের ম্যানেজার লুইস ক্যাস্ত্রো।

ক্যাস্ত্রো বলেন, ‘আমরা রোনালদো-মেসির লড়াই এ ম্যাচে দেখতে পাচ্ছি না। রোনালদো সেরে উঠতে লড়ে যাচ্ছে। রিকভারির ফাইনাল স্টেজে রয়েছে ও। আশা করি কিছুদিনের মধ্যেই ও দলের সঙ্গে যোগ দিতে পারবে।’
সম্মুখ ক্ষেত্রে মেসি-রোনালদোর লড়াই দেখে অভ্যস্ত ফুটবল দুনিয়া। মেসি বার্সেলোনায় ও রোনালদো রিয়াল মাদ্রিদে থাকাকালীন দুজনের দ্বৈরথটাও ছিল উপভোগ্য। শেষবার য়্যুভেন্তাসের রোনালদো ও পিএসজির মেসি একে অপরের মুখোমুখি হন। আশা করা হয়েছিল, আরও একবার তাদের সম্মুখ লড়াই দেখা যাবে। কিন্তু রোনালদো চোট থেকে না সারায় ভেস্তে গেল সেই সম্ভাবনা।