নিজস্ব প্রতিনিধি :
সিরাজগঞ্জের তাড়াশে চাঞ্চল্যকর ক্লুলেস তিন খুনের মামলার রহস্য উদঘাটনের পাশাপাশি জড়িত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে হত্যাকাণ্ডে ব্যবহৃত আলামত উদ্ধার করা হয়েছে।
গতকাল মঙ্গলবার কৃষক ও ব্যবসায়ী বিকাশ চন্দ্র সরকার, তাঁর স্ত্রী স্বর্ণা রানী সরকার ও মেয়ে তুষি রানী সরকারের মরদেহ উদ্ধারের ঘটনায় তাঁদের আত্মীয় সুকোমল চন্দ্র সাহা বাদী হয়ে তাড়াশ থানায় হত্যা মামলা করেন।
ওই মামলার রহস্য উদঘাটনে সিরাজগঞ্জ জেলা পুলিশের ২০ সদস্যের চৌকস টিম কাজ করে। ওই টিমের চেষ্টায় আসামি রাজীব কুমার ভৌমিককে (৩৫) গ্রেপ্তার করা হয়।
তাঁর তথ্য অনুযায়ী উদ্ধার করা হয় হত্যায় ব্যবহৃত একটি লোহার রড, হত্যায় ব্যবহৃত লোহার হাঁসুয়া, আসামির ব্যবহৃত মোবাইল ফোন ও আসামির ব্যবহৃত মোটরসাইকেল।