প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৩, ২০২৪, ২:২০ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ৩১, ২০২৪, ২:৪৩ পি.এম
‘আমি জায়েদ খানের সঙ্গে নির্বাচন করব না’
বিনোদন ডেস্ক :
মিশা সওদাগর দুইবারের নির্বাচিত সভাপতির দায়িত্বে ছিলেন জায়েদ খানের সঙ্গেই। তবে এবার তিনি নতুন মুখ চান। তাই আর জায়েদ খানের সঙ্গে নির্বাচন করতে চান না।
ঢাকাই সিনেমার জনপ্রিয় খলনায়ক মিশা সওদাগর টানা ১৩ বছর শিল্পী সমিতির দায়িত্বে ছিলেন। তিনি বলেন, জায়েদ খান আমার ছোট ভাইয়ের মতো। তার সঙ্গে দুই মেয়াদে দায়িত্ব পালন করেছি। আমি চাই এবার নতুন নেতৃত্ব আসুক। আমি যদি নির্বাচন করি তাহলে নতুন কারো সঙ্গে করব। জায়েদ খানের সঙ্গে নির্বাচন করব না এবার।
মিশা আরও বলেন, ‘আমি সলিড লোক, সলিড কথা বলতেই পছন্দ করি। তাই বলব- জায়েদ খানের সঙ্গে শিল্পী সমিতির নির্বাচন করার কোনো সম্ভাবনা আমার নেই।
তার মতে, জায়েদ খান এখন অনেক ব্যস্ত থাকেন। ওর হাতে এখন অনেক কাজ। এখন ওর রেস্ট নেয়া দরকার। বর্তমানে শিল্পী সমিতি যে অবস্থানে দাঁড়িয়ে আছে তার চেয়েও ভালো অবস্থানে নেয়া যায় বলে মন্তব্য করেন এই অভিনেতা।
সভাপতি ইলিয়াস কাঞ্চনের বিষয়ে তিনি বলেন, ইলিয়াস কাঞ্চন আমার বড় ভাই আর নিপুণ আমার ছোট বোন। তাদেরকে আমি ছোট করতে চাই না; যা সম্ভব হয়েছে তারা তাদের মতো দায়িত্ব পালন করেছে। ভালো-খারাপ বলবে সমিতির সদস্যরা। তবে আরও ভালো পদক্ষেপ নেয়ার অনেক জায়গা ছিল।
গতবার বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে হেরে যান জনপ্রিয় অভিনেতা মিশা সওদাগর। তবে জিতে গিয়েও উল্লাস করেননি জায়েদ খান। তখন জায়েদ খান বলেছিলেন, আমার সভাপতির জন্য মনটা খারাপ, দুই মেয়াদে একসঙ্গে ছিলাম, তাকে মিস করছি। এজন্য বিজয়-উল্লাস মন থেকে আসছে না।’
আগামী ১ ফেব্রুয়ারি সমিতির বৈঠকে ভোটের দিন চূড়ান্ত হওয়ার কথা রয়েছে। তবে জায়েদ খানের সঙ্গে প্যানেলে থাকতে রাজি নয় মিশা সওদাগর।
Copyright © 2024 . All rights reserved.