৯১ পিচ ইয়াবা ট্যাবলেট, ৫০০ (পাঁচশত) গ্রাম গাঁজা, মাদক কেনাবেচার নগদ ১১,২০০/ (এগারো হাজার দুইশত) টাকা এবং একটি ডিজিটার মিটার সহ ০৪ (চার) জন আসামী গ্রেফতারঃ
বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে মাদকমুক্ত সৃজনশীল সমাজ গঠনের বিকল্প নেই। এই লক্ষ্য বাস্তবায়নে বরগুনা জেলার পুলিশ সুপার জনাব মোঃ আবদুস ছালাম মহোদয় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন এবং সর্বাত্মক মাদক বিরোধী অভিযানের নির্দেশনা দিয়েছেন।
এরই ধারাবাহিকতায় ২৫/০১/২০২৪ খ্রি. গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এসআই (নিঃ)/মোঃ মারুফ আহম্মেদ এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় বিশেষ অভিযান পরিচালনা করিয়া বরগুনা জেলার, বেতাগী থানাধীন ০৫ নং বুড়ামজুমদার ইউনিয়নের ০৩ নং ওয়ার্ডের দক্ষিণ করুণা সাকিন থেকে ধৃত আসামী আসামী ০১। মোঃ জামাল খান (৩৫) পিতা- মৃত আমজাদ খান, সাং- দক্ষিন করুনা ০৩ নং ওয়ার্ড, ০৫ নং বুড়ামজুমদার ইউপি, থানা-বেতাগী, জেলা- বরগুনা ০২। মোসাঃ আসমা আক্তার (২৭) স্বামী-মোঃ সাদ্দাম হোসেন, হাল সাং- দক্ষিন করুনা ০৩ নং ওয়ার্ড, ০৫ নং বুড়ামজুমদার ইউপি, থানা-বেতাগী, জেলা-বরগুনা ০৩। মোঃ মিরাজ (২৪) পিতা- মোঃ চুন্নু হাং, ০৪। মোঃ ইয়াসিন (১৯) পিতা- মোঃ সাইফুল ইসালাম, উভয় সাং- উত্তর করুনা, ০৬ নং ওয়ার্ড ০৫ নং বুড়ামজুমদার, থানা- বেতাগী, সর্ব জেলা- বরগুনাদ্বয়কে ৯১ পিচ ইয়াবা ট্যাবলেট, ৫০০ (পাঁচশত) গ্রাম গাঁজা, মাদক কেনাবেচার নগদ ১১,২০০/ (এগারো হাজার দুইশত) টাকা এবং একটি ডিজিটার মিটার সহ গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত মাদকের অবৈধ বাজার মূল্য অনুমান ৬৬,৪০০/-টাকা।
উক্ত ঘটনায় গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বেতাগী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।