স্পোর্টস ডেস্ক :
দশম বিপিএল ঘিরে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। মাঠ পরিচর্যা থেকে শুরু করে ফ্লাডলাইট, স্কোর বোর্ড, বিজ্ঞাপনী প্রচারণা; সব জায়গায় চলছে নতুনত্বের ছোঁয়া।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সকালে সিলেট স্টেডিয়ামে গিয়ে দেখা যায়, মাঠকর্মী থেকে শুরু করে সকলে শেষ মুহূর্তে ব্যস্ত সময় কাটাচ্ছেন। কেউ বিজ্ঞাপন বিলবোর্ড ঠিকঠাক করছেন, কেউ স্কোর বোর্ডের জন্য নতুন নাম তৈরি করছেন, আবার কেউ মাঠে চালাচ্ছেন নিবিড় পরিচর্যা।
সকাল থেকেই স্টেডিয়ামের ফ্লাডলাইটগুলো জ্বালিয়ে পরীক্ষা করা হচ্ছিল। সেখানে কোনো সমস্যা দেখা যায়নি। এ সময় প্রেসবক্স, মিডিয়া সেন্টার এবং স্টেডিয়ামের আশেপাশেও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ চলছিল। দুপুরের আগেই সেসব সম্পন্ন করা হয়েছে।
জায়ান্টস্ক্রিন চালিয়েও পরীক্ষা করেন মাঠকর্মীরা। সব মিলিয়ে দর্শকদের দারুণ অনুভূতি দেয়ার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা।
এদিকে প্রতিটি দলের ক্রিকেটাররাও ঘাম ঝরিয়েছেন কঠোর অনুশীলনে। সকাল পৌনে দশটায় অনুশীলন শুরু করে দুর্দান্ত ঢাকা। এরপর একে একে মাঠে আসে খুলনা টাইগার্স ও রংপুর রাইডার্স। এই দুই দলের অনুশীলন শেষ হলে ফাঁকা স্থান পূরণ করে ফরচুন বরিশাল। সিলেট স্ট্রাইকার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স অনুশীলনে আসে দুপুর ২টায়। এই ছয়টি দল অনুশীলন করেছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের আউটারে।
অন্যদিকে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স অনুশীলন করেছে আনসার ক্যাম্পের পাশের অনুশীলন সেন্টারে। প্রতিটি দলেরই চেষ্টা ছিল কন্ডিশনের সঙ্গে নিজেদের মানিয়ে নেয়ার। এবার তারই প্রমাণ দেখা যাবে মাঠে।