স্পোর্টস ডেস্ক :
ফুটবলে বড়সড় পরিকল্পনা নিয়ে নেমেছে সৌদি আরব। ২০৩৪ বিশ্বকাপ আয়োজনের আশা নিয়ে বিনিয়োগ শুরু করেছে তারা। তারই ধারাবাহিকতায় নিজেদের লিগে নামি-দামি ফুটবলারদের টানছে। তাদের এই প্রচেষ্টা দেখে বিস্মিত রোমার বেলজিয়ান ফরোয়ার্ড রোমেলু লুকাকু।
বুধবার (২৪ জানুয়ারি) সৌদি ক্লাব আল শাবাবের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলেছে লুকাকুর রোমা। যেখানে ২-১ ব্যবধানে জিতেছে ইতালিয়ান ক্লাবটি। এ ম্যাচের প্রসঙ্গক্রমে সৌদি লিগ নিয়ে মন্তব্য করেন লুকাকু। তিনি বলেন, ‘পরবর্তী দুই বছরের মধ্যে সৌদি প্রো লিগ বিশ্বসেরাদের সেরা হবে। বড় প্লেয়ারদের কেনার জন্য ওদের ক্লাবগুলো অনেক প্রচেষ্টা চালাচ্ছে। উন্নতি হচ্ছে, এটা (সৌদি প্রো লিগ) সেরা একটা প্রতিযোগিতা হবে।’
সৌদি প্রো লিগে এখন খেলছেন বিশ্বসেরা তারকারা। ক্রিস্টিয়ানো রোনালদোর পর এই লিগে পা বাড়ান নেইমার জুনিয়র, করিম বেনজেমা, রবার্তো ফিরমিনো, সাদিও মানে, ফ্যাবিনহো, রেনান লোদি, ম্যালকম, মেরিহ দেমিরাল, ওটাভিও, রুবেন নেভেস, এমেরিক লাপোর্তে, রিয়াদ মাহরেজদের মতো খেলোয়াড়রা।
এত এত নামি-দামি খেলোয়াড় থাকায় সৌদি প্রো লিগের প্রতি মানুষের আগ্রহও বাড়ছে। আগে এই লিগ সম্পর্কে সৌদি আরবের বাইরের মানুষরা কম খোঁজ রাখলেও এখন রীতি বদলেছে। প্রিয় খেলোয়াড় থাকায় অনেকেই এখন নিয়মিত এই লিগের খেলা দেখছেন।