প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৪, ২০২৪, ৮:২২ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২৪, ২০২৪, ৩:৫৬ এ.এম
মিরপুরের উইকেট নিয়ে অসন্তুষ্ট মাশরাফী
স্পোর্টস ডেস্ক :
মিরপুরের উইকেট নিয়ে অসন্তুষ্ট প্রকাশ করেছেন মাশরাফী বিন মোর্ত্তজা। ভালো উইকেট না হওয়ায় ব্যাটাররা পিচে বেশিক্ষণ স্থায়ী হতে পারছেন না বলে মনে করেন তিনি। তবে, সিলেট পর্বে ভালো উইকেট পাবে বলে প্রত্যাশা ক্যাপ্টেন ফ্যান্টাসটিকের।
মিরপুরের উইকেট যেনো রহস্যময়, ক্ষণে ক্ষণে বদলায় চিত্র। দিনে এক তো রাতে আরেক। অথচ বিপিএলে'র দশম আসর শুরুর আগে বোর্ড কর্তারা বলেছিলেন এই উইকেটেই দেখা যাবে রানের ফুলঝুরি। এখানে রান করেই ক্রিকেটাররার প্রস্তুতি নেবেন টি-টোয়েন্টি বিশ্বকাপের। কিন্তু, কোথায় কি! এতো বছর পরও দেশের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে এমন পিচ নিয়ে আক্ষেপের শেষ নেই মাশরাফীর।
সিলেট স্ট্রাইকার্সের অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা বলেন, 'উইকেট আসলে আইডিয়াল ছিল না। আমরা যেখান থেকে ১২০ রান করেছি তা করার কথা ছিল না। দিনের বেলায় উইকেট খুব একটা ভালো হচ্ছে না আর রাতের বেলা কোনো কারসাজি নেই ডিউ আসছে রান আসছে।'
এদিকে শেষ হয়েছে ঢাকা পর্ব। ২৬ জানুয়ারি থেকে শুরু হবে বিপিএলের সিলেট পর্ব। মিরপুরের উইকেট নিয়ে ক্রিকেটারদের নানা অভিযোগ থাকলেও সিলেটের উইকেটের প্রশংসা সবাই করেন। তাই সবার মতো মাশরাফী'রও বিশ্বাস সেখানে রান পাবে ব্যাটাররা।
মাশরাফী বিন মোর্ত্তজা বলেন, 'সিলেটে শেষ যে খেলাটা হয়েছে তা ভালো ছিল। বিপিএলের শেষ মৌসুমে তো ওখানে দুইশ চেজ হয়েছিলো সিলেটে দিবা-রাত্রির ম্যাচে বোলাররা বিপদে পড়বেই। তো সেখানে রান হবে।'
এদিকে, পর পর দুই হারে টেবিলের একদম তলানিতে গতবারের ফাইনালিস্ট সিলেট স্ট্রাইকার্স। তবে, একটা জয়েই বদলে যাবে সিলেট, এমনটাই বিশ্বাস ক্যাপ্টেন ফ্যান্টাসটিকের।
মাশরাফী বলেন, 'জয়টা খুব জরুরি। জয় পেতে হলে রান করাটা খুব প্রয়োজন। শান্তর রান করাটা গুরুত্বপূর্ণ। এটা ওর জন্য যেমন প্রয়োজন, তেমনটা আমাদের জন্যও। জয় পেলে আমরা মোমেন্টাম ফিরে পাবো।'
২৬ জানুয়ারি সিলেট পর্বের রাতের ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হবে সিলেট স্ট্রাইকার্স।
Copyright © 2024 . All rights reserved.