(শেখ ফয়ছল জামিল,সিলেট জেলা প্রতিনিধি)-সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব বলেছেন, চতুর্থ শিল্প বিপ্লবে প্রযুক্তি নির্ভর এ যুগে দেশ-বিদেশে উদাহরণ দেওয়ার মতো এমন শিক্ষার্থী তৈরি করতে হবে যাতে বিশ্ব প্রতিযোগিতায় তার উদ্ভাবনী শক্তি দিয়ে নিজেকে যোগ্যতার পরিচয় দিতে পারে। আর সেক্ষেত্রে একমাত্র শিক্ষকরাই পারে শিক্ষার্থীদের বড় বড় স্বপ্ন দেখাতে ও তা বাস্তবায়নে উচু জায়গায় নিয়ে যেতে। কারণ শিক্ষার্থীদের সবচেয়ে ঘনিষ্ঠ ও বিশ্বাসের জায়গা হচ্ছে শিক্ষক।
গতকাল সকালে সিলেট মডেল স্কুল এন্ড কলেজে নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, উন্নত পরিবেশ গঠন করলে উন্নত মানুষ তৈরি হবে। এজন্য সমাজ রাষ্ট্রের স্বার্থে উন্নত সুনাগরিক ও উপযুক্ত পরিবেশ গঠনে এগিয়ে আসার জন্য তিনি সকলের প্রতি আহবান জানান।
সিলেট মডেল স্কুল এন্ড কলেজের মিলনায়তনে প্রভাষক মো. আবু তাহেরের সঞ্চালনায় অধ্যক্ষ মোহাম্মদ আবুল কাশেমের সভাপতিত্বে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন প্রভাষক করম আলী, নবীন বরণ আয়োজন পর্ষদের আহবায়ক মো. আশরাফুল আলম।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন শিক্ষার্থী মো. মুরসালিন।