স্টাফ রিপোর্টার রাজীব হাওলাদার: কয়েক ডজন ইউক্রেনীয় যুদ্ধবন্দিকে বহনকারী একটি রাশিয়ান পরিবহন বিমান বিধ্বস্ত হয়েছে। ইউক্রেনের সীমান্তবর্তী বেলগোরোদ অঞ্চলে বুধবার এই বিমান দুর্ঘটনা ঘটে। স্থানীয় গভর্নর ব্যাচেস্লাভ গ্ল্যাডকভ বলেছেন, বিমানে থাকা সকলেই নিহত হয়েছেন।
এক বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, একটি আইএল-৭৬ কার্গো বিমান বিধ্বস্ত হয়েছে। এতে ৬৫ ইউক্রেনীয় বন্দি ও ছয়জন ক্রু সদস্য ছিল। স্থানীয় সময় সকাল ১১ টার দিকে এটি বিধ্বস্ত হয়। বিমানে করে বন্দীদের বিনিময়ের জন্য বেলগোরোদ অঞ্চলে নিয়ে যাওয়া হচ্ছিল। ঘটনার কারণ অনুসন্ধানের জন্য একটি কমিশন গঠন করেছে রাশিয়া।
এর আগে টেলিগ্রামে বিভিন্ন সূত্রে জানা যায় যে, ইউক্রেন সীমান্ত থেকে প্রায় ৯০ কিলোমিটার দূরে ইয়াবলোনোভো গ্রামের কাছে দুর্ঘটনাটি ঘটেছে। ইউক্রেন ভিত্তিক গণমাধ্যম ইউক্রেনস্কায়া প্রাভদা সংবাদপত্র কিয়েভের সামরিক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে যে, ইউক্রেনীয় বাহিনীই বিমানটি ধ্বংস করেছে। তবে তাদের ধারণা ছিল ওই বিমানে করে রাশিয়া এস-৩০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মিসাইল বহন করছিল। এতে নিজেদের লোক ছিল তা জানতো না ইউক্রেন। প্রথম বুলেটিন