স্পোর্টস ডেস্ক :
পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) ভারতের মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড। হায়দরাবাদের রাজিব গান্ধি আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ১০টায় লড়তে নামবে তারা। এ ম্যাচের জন্য একদিন আগেই একাদশ ঘোষণা করে ফেলেছে বাজবলের অনুসারীরা।
একমাত্র পেসার হিসেবে হায়দরাবাদ টেস্টের ইংল্যান্ড দলে মার্ক উড।
বাজবলের জনক ব্রেন্ডন ম্যাককলামের অধীনে অপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ড। টেস্টে রীতিমতো উড়ছে দলটি। যদিও সবশেষ অ্যাশেজে মুকুট জিততে পারেনি তারা। তা সত্ত্বেও বিনোদনের বেলায় যেন ইংল্যান্ডই সেরা! তারাই লড়তে নামছে টেস্টের আরেক শক্তিধর দল ভারতের বিপক্ষে। লড়াইটা জমবে বৈকি!
হায়দরাবাদের স্পিন পিচ বিবেচনায় নিয়ে মহারণের আগে ইংল্যান্ড যে দলটা ঘোষণা করেছে, তাতে একমাত্র পেসার অ্যাশেজে আগুন ঝরানো মার্ক উড। হায়দরাবাদ টেস্টে জায়গা পাননি ‘বুড়ো’ জেমস অ্যান্ডারসন। নেই অলি রবিনসন, গাস অ্যাটকিনসনরাও। টেস্টে এই স্টেডিয়ামে সর্বোচ্চ উইকেট মিস্ট্রি স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের (৪ ম্যাচে ২৭)। রবীন্দ্র জাদেজা নিয়েছেন ১৫ উইকেট। একমাত্র পেসার হিসেবে ১০টির বেশি উইকেট নিয়েছেন উমেশ যাদব (১৫)।
একাদশে ইংল্যান্ড স্পিনার নিয়েছে তিনজন- লেগি রেহান আহমেদ, জ্যাক লিচ ও টম হার্টলে। এরমধ্যে হার্টলের টেস্ট খেলার অভিজ্ঞতাই নেই, থ্রি লায়ন্সদের জার্সিতে ২টি ওয়ানডে খেলেছেন ২৪ বছর বয়সী অর্থোডক্সি। প্রয়োজনে হাতটা ঘুরাতে পারেন ব্যাটিংয়ের স্তম্ভ জো রুটও।
এক থেকে ছয় নম্বর পর্যন্ত পজিশনে কে কে খেলবেন, সেটা আগে থেকেই অনুমিত ছিল- জ্যাক ক্রলি, বেন ডাকেট, অলি পোপ, জো রুট, জনি বেয়ারস্টো, বেন স্টোকস। উইকেটের দায়িত্বে আছেন বেন ফোকস।
ইংল্যান্ড একাদশ
জ্যাক ক্রলি, বেন ডাকেট, অলি পোপ, জো রুট, জনি বেয়ারস্টো, বেন স্টোকস, বেন ফোকস, রেহান আহমেদ, টম হার্টলে, মার্ক উড ও জ্যাক লিচ।