প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৪, ২০২৪, ৮:৩৭ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২৩, ২০২৪, ৩:৩৫ এ.এম
লুইসই ব্যবধান গড়ে দিয়েছে: বিজয়
স্পোর্টস ডেস্ক ;
ফরচুন বরিশালের বিপক্ষে দুর্দান্ত ব্যাট করেছেন এভিন লুইস। সোমবার (২২ জানুয়ারি) ক্যারিবীয়ান এই ব্যাটার ২৪০.৯০ স্ট্রাইক রেটে করেছেন ৫৩ রান। তার এমন খুনে ইনিংসই ম্যাচের গতিপথ বদলে দিয়েছে বলে মনে করেন খুলনা টাইগার্সের অধিনায়ক এনামুল হক বিজয়।
লুইসের ইনিংস জুড়ে ছিল ৫টি চার ও ৫টি ছক্কা। এমন ঝড়ো ইনিংসে বিপিএলে কিছুটা হলেও উত্তাপ ফিরেছে। লুইসের পাশাপাশি খুলনার অধিনায়ক এনামুল বিজয়ও অপরাজিত ৬৩ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছেন। এর ফলে টানা দুই ম্যাচে জয়ের স্বাদ পেয়েছে বিজয়ের দল।
ম্যাচসেরা খুলনার অধিনায়ক বিজয় হলেও, তিনি ম্যাচ জয়ের কৃতিত্ব দিয়েছেন ক্যারিবীয় ব্যাটারকে। ম্যাচশেষ সংবাদ সম্মেলনে বিজয় বলেন, 'আপনারা তো লুইসের খেলা দেখলেন আসলে লুইসই ব্যবধান গড়ে দিয়েছে। আমরা শুধু ক্যারিং করেছি। আমার কাছে মনে হয়েছে আমি জাস্ট ক্যারি করেছি। আফিফও তাই করেছে, আমরা শুধু দলকে... আগের দিনের মতো ফিল করেছি যে ৭-৮ করে লাগবে। কিন্তু খেলাটা আসলে পুরোটা ঘুরিয়ে দিয়েছে লুইস। অবশ্যই ১৯০ রান মিরপুরে তাড়া করা সহজ নয়। কিন্তু আমাদের কাছে মনে হয়েছে ও খেলাটা বদলে দিয়েছে।'
বিজয়ের দায়িত্বশীল ইনিংসের সঙ্গে আফিফ হোসেনের ঝুঁকিহীন ক্রিকেট খুলনার রান বাড়ানোর কাজটা সহজ করে দিয়েছিল। আফিফ তিনে নেমে ৩৬ বলে ৪১ রান করে আউট হলেও তা দারুণভাবে সামলে দিয়েছেন শাই হোপ। তিনি শেষ দিকে নেমে ১০ বলে ২৫ রানের ক্যামিও খেলেছেন। বিজয়ের বিশ্বাস এমন রানপ্রসবা ম্যাচ বিপিএল জমিয়ে দিতে বড় ভূমিকা রাখবে।
খুলনার অধিনায়ক বলেন, 'দেখুন, টুর্নামেন্টে কিন্তু এত রান হয়নি যতগুলো ম্যাচ হয়েছে। জেতা হোক কিংবা হারা হোক, যাই হোক না কেন ক্লোজ ম্যাচগুলো কিন্তু টুর্নামেন্টের একটা হাইপ ক্রিয়েট করে। আজকের (সোমবার) ম্যাচটা টুর্নামেন্টের হাইপ ক্রিয়েট করবে আমি আশা করি। এরকম একটা ম্যাচ হচ্ছে সবাই দেখতে আসবে, ভালো ফিল করবে।'
Copyright © 2024 . All rights reserved.