স্টাফ রিপোর্টার:
রাজধানীর গুলশান-১-এ অবস্থিত গুলশান শপিং সেন্টার ভাঙার কাজ শুরু হয়েছে। আপিল বিভাগের নির্দেশের পর সোমবার মধ্যরাতেই শুরু হয় ভাঙার কাজ। রাতে ভেঙে ফেলা হয় ভবনটির কিছু অংশ। পরে অরক্ষিতভাবে ভাঙার কারণে পুলিশের বাধার মুখে কাজ বন্ধ করা হয়।
গতকাল ‘গুলশান শপিং সেন্টার’ গুঁড়িয়ে দিতে হাইকোর্টের দেওয়া আদেশ বহাল রাখেন আপিল বিভাগ। হাইকোর্টের রায় বাতিল চেয়ে করা আবেদনের শুনানি শেষে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ নির্দেশ দেন। ৩০ দিনের মধ্যে শপিং সেন্টারটি ভেঙে ফেলার নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।
জানা গেছে, গুলশান শপিং সেন্টার ঝুঁকিপূর্ণ হওয়ায় গত বছরের ১৩ জুলাই ভবনটি সিলগালা করে দেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নির্বাহী ম্যাজিস্ট্রেট। শপিং সেন্টারটিতে ৭২৩টি দোকান রয়েছে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ক্ষতিপূরণ বাবদ চুক্তি অনুযায়ী দেয়া হয় ২০০ কোটি টাকা। শুরুর দিকে আপত্তি থাকলেও সর্বোচ্চ আদালতের রায়ে খুশি ব্যবসায়ীরা। তারা বলছেন, ভবনটি ভেঙে নতুন শপিং সেন্টার হলে ৪০০ ব্যবসায়ী দোকান করার সুযোগ পাবেন। ইতিমধ্যে অনেককে দেয়া হয়েছে দোকান বরাদ্দ।