স্পোর্টস ডেস্ক :
ইংরেজিতে একটি প্রবাদ আছে, লাইক ফাদার লাইক সন। অর্থাৎ যেমন বাপ তেমন ছেলে। ক্রিকেটেও বাবার মতো সন্তানদের অনেক কালজয়ী গল্প রয়েছে। তেমনি এক গল্পের নায়ক পাকিস্তানি ক্রিকেটার বাবা নাজার মোহাম্মদ ও ছেলে মুদাসসার নাজার।
১৯৮৩ সালের আজকের দিনে (২৩ জানুয়ারি) ভারত ও পাকিস্তানের মধ্যকার সিরিজের পঞ্চম টেস্টটি মাঠে গড়িয়েছিল। এই টেস্টে ওপেনিংয়ে নেমে ইতিহাস রচনা করেছিলেন মুদাসসার নাজার। তিনি ইনিংসের শুরু থেকে শেষ পর্যন্ত ব্যাট হাতে উইকেটে অপরাজিত ছিলেন।
ভারত-পাকিস্তানের ড্র হওয়া সেই ম্যাচটিতে ২৯৬ বলে ১৫২ রান করে অপরাজিত ছিলেন মুদাসসার। তার রানে ভর করে পাকিস্তান ৩২৩ রান করেছিল। জবাবে ৩ উইকেটে ২৩৫ রান করেছিল ভারত। এরপরে বৃষ্টির কারণে আর খেলা মাঠে গড়ায়নি। তাতে পাকিস্তানের লাহোরে হওয়া সেই ম্যাচটি ড্র হয়েছিল। ওই ম্যাচে কপিল দেব ৮৫ রানে ৮ উইকেট তুলে নিয়ে হয়েছিলেন ম্যাচসেরা।
ইতিহাসের সূচনাটা করেছিলেন বাবা নাজার মোহাম্মদ। ১৯৫২ সালের ২৩ অক্টোবরে শুরু হওয়া ভারত-পাকিস্তানের টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসের ওপেনিংয়ে নেমে শেষ পর্যন্ত উইকেটে টিকে ছিলেন নাজার। ৫১৫ বল খেলে ১২৪ রান করেছিলেন তিনি। তার রানে ভর করে দল পেয়েছিল ৩৩১ রানের সংগ্রহ। তাতে ইনিংস ও ৪৩ রানে জয় পেয়েছিল পাকিস্তান।
১৯৯৯ সালে সাঈদ আনোয়ার ও ২০০৯ সালে ইমরান ফরহাতও এমন কালজয়ী ইনিংস খেলেছিলেন। তবে তারা বাবা-ছেলে নন। বাবা-ছেলে হিসেবে মুদাসসার-মোহাম্মদের এমন কৃতিত্ব অমলিন হয়ে আছে।