today visitors: 5073432

পাকিস্তান ক্রিকেটের ‘বাপ কা বেটা’

স্পোর্টস ডেস্ক :

ইংরেজিতে একটি প্রবাদ আছে, লাইক ফাদার লাইক সন। অর্থাৎ যেমন বাপ তেমন ছেলে। ক্রিকেটেও বাবার মতো সন্তানদের অনেক কালজয়ী গল্প রয়েছে। তেমনি এক গল্পের নায়ক পাকিস্তানি ক্রিকেটার বাবা নাজার মোহাম্মদ ও ছেলে মুদাসসার নাজার।

১৯৮৩ সালের আজকের দিনে (২৩ জানুয়ারি) ভারত ও পাকিস্তানের মধ্যকার সিরিজের পঞ্চম টেস্টটি মাঠে গড়িয়েছিল। এই টেস্টে ওপেনিংয়ে নেমে ইতিহাস রচনা করেছিলেন মুদাসসার নাজার। তিনি ইনিংসের শুরু থেকে শেষ পর্যন্ত ব্যাট হাতে উইকেটে অপরাজিত ছিলেন।
ভারত-পাকিস্তানের ড্র হওয়া সেই ম্যাচটিতে ২৯৬ বলে ১৫২ রান করে অপরাজিত ছিলেন মুদাসসার। তার রানে ভর করে পাকিস্তান ৩২৩ রান করেছিল। জবাবে ৩ উইকেটে ২৩৫ রান করেছিল ভারত। এরপরে বৃষ্টির কারণে আর খেলা মাঠে গড়ায়নি। তাতে পাকিস্তানের লাহোরে হওয়া সেই ম্যাচটি ড্র হয়েছিল। ওই ম্যাচে কপিল দেব ৮৫ রানে ৮ উইকেট তুলে নিয়ে হয়েছিলেন ম্যাচসেরা।


১৯৯৯ সালে সাঈদ আনোয়ার ও ২০০৯ সালে ইমরান ফরহাতও এমন কালজয়ী ইনিংস খেলেছিলেন। তবে তারা বাবা-ছেলে নন। বাবা-ছেলে হিসেবে মুদাসসার-মোহাম্মদের এমন কৃতিত্ব অমলিন হয়ে আছে।