প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৯, ২০২৪, ১০:৩৮ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২৩, ২০২৪, ৪:১৩ এ.এম
চীনে শক্তিশালী ভূমিকম্প, কাঁপল ভারতও
আন্তর্জাতিক ডেস্ক :
চীনের দক্ষিণাঞ্চলের জিনজিয়াংয়ে ৭ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এ কম্পনের তীব্রতা এত বেশি ছিল যে এতে দিল্লিসহ উত্তর ভারতের একাংশ কেঁপে উঠেছে।
সোমবার (২২ জানুয়ারি) রাত ১১ টা ৩৯ মিনিটে আঘাত হানা এ ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর এখনো পাওয়া যায়নি।
এক এক্স পোস্টে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, চীনের জিনজিয়াংয়ে ৭ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। ভূপৃষ্ঠের ৮০ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎসস্থল ছিল।
এই ভূকম্পন টের পাওয়া গেছে ভারতের দিল্লি ও আশেপাশের এলাকাতেও। তবে, তীব্র কম্পনের ফলে এখন পর্যন্ত চীনে ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি।
এদিকে, গভীর রাতে ভূমিকম্প অনুভূত হওয়ায় দিল্লিবাসীর একাংশ রাস্তায় নেমে আসে। আতঙ্ক ছড়ায় জনসাধারণের মধ্যে। ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি এখনও পর্যন্ত।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, কিরগিজস্তান এবং চীনের জিনজিয়াং সীমান্ত এলাকায় এ ভূমিকম্প অনুভূত হয়েছে। নিকটবর্তী কাজাখস্তানে রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ৬ দশমিক ৭ ছিল বলে জানানো হয়েছে। রাতের দিকে ভূমিকম্প হওয়ায় আতঙ্কে অনেকে প্রবল ঠান্ডার মধ্যেও বাড়ির বাইরে বেরিয়ে আসেন।
Copyright © 2024 . All rights reserved.