today visitors: 5073432

কুড়িগ্রামে শীতার্ত শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ।

কুড়িগ্রাম প্রতিনিধি প্রথম বুলেটিন

তীব্র শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে কুড়িগ্রামের জনজীবন। ঘন কুয়াশা, হিমেল হাওয়া ও কনকনে ঠান্ডার কারণে শিক্ষার্থীদের স্কুলে যাতায়াত খুবই কষ্টকর হয়ে পড়েছে।

এরই লক্ষ্যে , কুড়িগ্রামে শীতার্ত শিক্ষার্থীদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। কুড়িগ্রাম সদর উপজেলার মোগলবাসা ইউনিযনের চর সিতাইঝার এলাকায় বেসরকারিভাবে গড়ে ওঠা শিক্ষা প্রতিষ্ঠান বীর শ্রেষ্ঠ মতিউর রহমান বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম থেকে ৫ম শ্রেণী পর্যন্ত সকল শিশু শিক্ষার্থীদের মাঝে শীতের পোষাক বিতরন করেন বিদ্যালয় কর্তৃপক্ষ।
বর্তমান শীতের তীব্রতায় স্কুলগামী শিক্ষার্থীদের দুর্ভোগ দেখে এ সিদ্ধান নেন এবং তা বাস্তবায়ন করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি, জমি দাতা ও পল্লী স্বাস্থ্য সেবা কেন্দ্রের পরিচালক মো: শহিদুল ইসলাম শিমুল ও প্রধান শিক্ষক মোছা: আফরোজা বেগম। ডা: ইভার আর্থিক সহযোগীতায় গতকাল সকালে বিদ্যালয় প্রাঙ্গনে অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থী ছাড়াও বিদ্যালয় সংশ্লিষ্ট এলাকার শীতার্ত শিশুদের মাঝে এ শীত বস্ত্র বিতরন করা হয়। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোছা: শাহনাজ পারভীন, জেসমিন আক্তার, আঞ্জুমা বেগম, মো: মাহবুর রহমান সহ অভিভাবক ও শিক্ষার্থীগন।
বিদ্যালয়টি বেসরকারি হলেও সরকারি বিদ্যালয় এবং যুগের সাথে তাল মিলিয়ে নিয়মিত পাঠদান সহ সরকারি সকল কার্যক্রম পালনে নিরলস প্রচেষ্টা অব্যাহত রেখেছেন বিদ্যালয়টির কর্তৃপক্ষ।