ভারতের অযোধ্যায় নবমির্মিত রামমন্দির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একইসঙ্গে উপস্থিত ছিলেন আরএসএস প্রধান মোহন ভাগবত ও মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আজ সোমবার (২২ জানুয়ারি) এই মন্দির উদ্বোধন করা হয়। খবর ডয়চে ভেলের।
এদিকে, ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার আজ এক প্রতিবেদনে জানিয়েছে, সকাল ১১টার পর রামমন্দির চত্বরে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। হাতে পূজার ডালা নিয়ে ধীরে ধীরে গর্ভগৃহের দিকে এগিয়ে যেতে দেখা যায় তাকে। তার পর রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবতের সঙ্গে পূজায় বসেন তিনি। রামমন্দিরের গর্ভগৃহে রামলালার বিগ্রহের চোখের বাঁধন খুলে দেওয়া হয়। হাতে পদ্মফুল নিয়ে পূজা করেন প্রধানমন্ত্রী।
রামমন্দির চত্বরে দুপুরে জনসভায় ভক্ত এবং আমন্ত্রিতদের উদ্দেশে বক্তব্য দেন মোদি। এ সময় তিনি বলেন, ‘রামের অস্তিত্ব নিয়ে প্রশ্ন উঠেছিল। আমাদের বিচারবিভাগ বিচার সুনিশ্চিত করেছে। আইন মেনেই তৈরি হয়েছে মন্দির।’ তিনি বলেন, ‘নিশ্চয়ই আমাদের চেষ্টা, ত্যাগে কোনও কমতি ছিল। তাই আমরা এতগুলো শতাব্দী ধরে এই কাজ করতে পারিনি। আজ সেই কাজ শেষ হলো। আশা করি, প্রভু রাম নিশ্চয়ই আমাদের ক্ষমা করে দেবেন।’