প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৪, ২০২৪, ৬:৩০ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২২, ২০২৪, ৪:০০ এ.এম
সাগর-রুনি পুত্র মেঘের জার্সিতে খেলছে ঢাকা, ইচ্ছা আরও বড়
স্পোর্টস ডেস্ক :
ভিন্নতা কিংবা নান্দনিকতায় এবারের বিপিএলে অন্যদলগুলোর চেয়ে ব্যতিক্রম দুর্দান্ত ঢাকার জার্সি। যার ডিজাইনার প্রয়াত সাংবাদিক দম্পতি সাগর-রুনির একমাত্র ছেলে মাহির সারোয়ার মেঘ। ঢাকার ঐতিহ্যকে প্রাধান্য দিয়ে তার তৈরি করা জার্সিতে মুগ্ধ গোটা ফ্র্যাঞ্চাইজিও। মেঘের স্বপ্ন একদিন জাতীয় দলের জার্সিরও ডিজাইন করবেন তিনি।
নিষ্ঠুর পৃথিবীর রূঢ় বাস্তবতা পাশ কাটিয়ে কম্পিউটারের কি-বোর্ড চালিয়ে যাচ্ছেন মাহির সারোয়ার মেঘ। সবার আদুরে সেই ছোট্ট মেঘ এখন বড় হয়েছে! প্রয়াত সাংবাদিক সাগর-রুনি দম্পতির একমাত্র ছেলে। বিভীষিকাময় শৈশব ভুলে বাস্তবতা মেনেই বড় হচ্ছেন মেঘ, বাড়ছে তার স্বপ্নের পরিধি।
পড়াশুনা ঠিকঠাক চালিয়ে যাচ্ছেন মেঘ, খেলাতেও তাই। ফ্যাশন ডিজাইনেও মেঘের জুড়ি নেই। তারই ঝলক দেখালেন আরও এক দফা। বিপিএলের নবাগত দল দুর্দান্ত ঢাকার জার্সি ডিজাইন করে রীতিমত হৈচৈ ফেলে দিয়েছেন মেঘ। তবে কাজটা স্রেফ শখের বসেই।মাহির সারোয়ার মেঘ বলেন, ‘কোনো বড় দলের জার্সির ডিজাইন করা একটা স্বপ্নের ব্যাপার। এটা সবাই চায়, যারা ডিজাইন করে। আমার ভালো লাগছে যে, ঢাকার জার্সি আমি ডিজাইন করতে পেরেছি।’
১৭ ছোঁয়া মেঘের স্বপ্ন মেঘ হয়ে আকাশে ভাসার। স্বপ্ন দেখেন একদিন তার জার্সি পড়েই মাঠ মাতাবেন টাইগার ক্রিকেটাররা। মেঘ বলেন, ‘আমার ইচ্ছা আছে বাংলাদেশ জাতীয় দলের জার্সি বানানোর। সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ আছে। একটি ডিজাইন করে সাবমিট করবো।’
মেঘের মামা নওশের আলম রোমান বলেন, ‘মেঘের কাজকর্ম বেশ ভালো। জার্সি ডিজাইন করছে, লোগো ডিজাইন করছে, আবার খেলাধুলাও করে। সামাজিক কর্মকাণ্ডেও বেশ সক্রিয়। আমরা সবসময় ওর পাশে থাকার চেষ্টা করি।’
মেঘের বুকে জমে থাকা দীর্ঘশ্বাস থেমে যাক দ্রুত, ধরা দিক স্বপ্নরা। আরও অনেক জার্সির নেপথ্যের অনুঘটক হোক মাহির সারোয়ার মেঘ। আপাতত সকলের প্রার্থনা এটাই।
Copyright © 2024 . All rights reserved.