প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৩, ২০২৪, ৩:১৭ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২২, ২০২৪, ১২:৫৬ পি.এম
যে কারণে দেশে হিন্দি সিনেমা মুক্তির বিপক্ষে ডিপজল
বিনোদন ডেস্ক :
ঢাকাই সিনেমার মুভিলর্ড খ্যাত অভিনেতা মনয়োর হোসেন ডিপজল বলেছেন, দেশে হিন্দি সিনেমা বন্ধের জন্য প্রধানমন্ত্রীর অফিসে তারা স্বারকলিপি নিয়ে যাবেন। দেশ থেকে হিন্দি সিনেমা বন্ধে যা যা করা দরকার শিল্পীরা তাই করবেন।
সোমবার (২২ জানুয়ারি) এক সাক্ষাৎকারে এসব কথা বলেন জনপ্রিয় খল-অভিনেতা ও প্রযোজক।
ডিপজল বলেন, ‘আমার নিজের পাঁচটা সিনেমা মুক্তির অপেক্ষায় আছে। হিন্দি সিনেমার কারণে আমার সিনেমাগুলো মুক্তি দিতে পারছি না। আরও অনেক প্রযোজকের সিনেমাও মুক্তি দিতে পারছে না। এইসব বিষয় নিয়ে আমরা আলোচনা করে হিন্দি সিনেমা বন্ধ করতে চাই।’
অভিনেতা অভিযোগ করে বলেন,
হিন্দি সিনেমা বন্ধ করার দাবি তোলায় আমাকে ভারত ভিসা পর্যন্ত দেয় না। এই দাবির কারণে ভারত আমাকে ‘ব্ল্যাকলিস্ট’ করেছে। তবুও আমি বাংলাদেশের সংস্কৃতি টিকিয়ে রাখতে প্রতিবাদ করেই যাব।
ডিপজল বলেন, ‘আমাদের চলচ্চিত্রকে ধ্বংস করে দেয়ার জন্য একটি চক্র উঠেপড়ে লেগেছে। আমরা দেখেছি হিন্দি সিনেমা মুক্তি দেয়ার ফলে নেপালের সিনেমা ইন্ডাস্ট্রি কীভাবে ধ্বংস হয়ে গেছে। দেশটির সমৃদ্ধ সিনেমা হিন্দি সিনেমার কবলে পড়ে বিলীন হয়ে গেছে। আমাদের দেশে যদি একের পর এক হিন্দি সিনেমা চালানো হয়, তাহলে দেশের চলচ্চিত্রও ধ্বংস হয়ে যাবে। আমাদের নিজস্ব ফিল্ম ইন্ডাস্ট্রি বলে কিছু থাকবে না।’
এ বিষয়ে তিনি আরও বলেন, ‘আমি শুরু থেকে বলে আসছি, বিদেশি সিনেমা আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিকে ধ্বংস করবে। আমাদের সিনেমা নির্মাণের প্রবণতা কমে যাবে; তাই হচ্ছে। এভাবে চলতে দেয়া যায় না। এর বিরুদ্ধে কঠোর আন্দোলনে যেতে হবে।’
ডিপজল ১৯৯৩ সালে ‘টাকার পাহাড়’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন। এছাড়া তিনি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ছিলেন। বর্তমানে তিনি সহসভাপতির দায়িত্ব পালন করছেন।
ডিপজলের উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে: হাবিলদার, যেমন জামাই তেমন বউ, জিম্মি, ঘরভাঙ্গা সংসার, আক্রোশ, অমানুষ হলো মানুষ, বাংলার হারকিউলিস প্রভৃতি।
Copyright © 2024 . All rights reserved.