স্পোর্টস ডেস্ক :
পিএলের পঞ্চম ম্যাচে দুর্দান্ত ঢাকার হয়ে ওপেনিংয়ে নেমেছিলেন শ্রীলঙ্কান অলরাউন্ডার দানুশকা গুনাথিলাকা। কিন্তু বাংলাদেশি পেসার আল-আমিনের বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়তে হয় তাকে। ম্যাচ শেষে জানা যায়, আহত জায়গায় ২২টি সেলাই লেগেছে তার।
সোমবার (২২ জানুয়ারি) দুপুর দেড়টায় মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও দুর্দান্ত ঢাকা। ম্যাচটিতে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৩৬ রান করে দুর্দান্ত ঢাকা। জবাবে ১৮.২ ওভারে ৪ উইকেট হারিয়ে জয় তুলে নেয় চট্টগ্রাম।
ম্যাচ শেষে দুর্দান্ত ঢাকার অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত বলেন, ‘গুনাথিলাকার অবস্থা এখন ভালো। আহত হওয়ার পরে তাকে হাসপাতালে নেয়া হয়েছিল। ক্ষতস্থানে ২২টি সেলাই লেগেছে। এরপরে সে মাঠে চলে এসেছে। দেখে ভালো মনে হয়েছে। ফিট থাকলে আগামী ম্যাচে তিনি খেলতে পারেন।’
এদিন চট্টগ্রামের বিপক্ষে ব্যাটিংয়ের সময়ে আল-আমিনের বলে আঘাত পান গুনাথিলাকা। ইনিংসের দ্বিতীয় ওভারের তৃতীয় বলটি তার হেলমেটের নিচে গিয়ে গলায় আঘাত করে। তাতে রক্তাক্ত অবস্থায় মাঠ ছেড়ে যেতে হয়ে এই ক্রিকেটারকে। পরে কনকাশন সাব হয়ে মাঠে নামেন লাসিথ ক্রুসপুলে।