যুক্তরাষ্ট্রে তীব্র ঠান্ডা ও তুষারপাত, ৮৩ প্রাণহানি

সাম্প্রতিক দিনগুলোতে বিভিন্ন অঙ্গরাজ্যের আবহাওয়া বেশ শীতল হয়ে উঠেছে। তুষারপাতের পাশাপাশি চলছে বৃষ্টি ও ভারী বর্ষণ।

তীব্র ঠান্ডায় যুক্তরাষ্ট্রজুড়ে শীতকালীন ঝড় ও তুষারপাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গত সপ্তাহে এতে ৮৩ জনের প্রাণহানি হয়েছে।

এই আবহাওয়া আরও কিছুদিন ধরে চলবে বলে শনিবার দেশটির জাতীয় আবহাওয়া দপ্তরের (এনডব্লিউএস) বরাতে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

প্রতিবেদন বলছে, সাম্প্রতিক দিনগুলোতে বিভিন্ন অঙ্গরাজ্যের আবহাওয়া বেশ শীতল হয়ে উঠেছে। তুষারপাতের পাশাপাশি চলছে বৃষ্টি ও ভারী বর্ষণ।

গত সপ্তাহে টেনেসিতে ১৯ জন, ওরেগনে ১৬ জন এবং বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একটি গাড়ির ৩ আরোহী মারা যান। এ ছাড়া প্রাণহানি হয়েছে ইলিনয়, পেনসিলভেনিয়া, মিসিসিপি, ওয়াশিংটন, কেনটাকি, নিউইয়র্ক, নিউ জার্সিসহ আরও কয়টি অঙ্গরাজ্যে।

তীব্র ঠান্ডা ও তুষারপাতে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের অনেক এলাকায় তাপমাত্রা হিমাঙ্কের ৪৫ ডিগ্রি সেলসিয়াস নিচে নেমেছে। বাড়িঘর ও প্রতিষ্ঠান উষ্ণ রাখতে বিদ্যুৎ উৎপাদনে রেকর্ড প্রাকৃতিক গ্যাস প্রয়োজন হচ্ছে।