ফেনীতে লুট হওয়া ১১ ভরি স্বর্ণ ও ১ লাখ টাকা উদ্ধার, গ্রেপ্তার ৬

গত ১১ জানুয়ারি ফেনী সদরের আলাদিন জুয়েলার্স থেকে স্বর্ণালংকার ও টাকা নিয়ে যাওয়া হয় দোকান ভেঙে। পরে রাতে জুয়েলার্সের মালিক ফেনী মডেল থানায় মামলা করে

ফেনীতে দিনে-দুপুরে স্বর্ণের দোকান থেকে লুট হওয়া ৭৫ ভরি স্বর্ণের মধ্যে ১১ ভরি ৪ আনা স্বর্ণ ও নগদ ১ লাখ ৮ হাজার ৫০০ টাকা উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে গ্রেপ্তার করা হয়েছে ছয়জনকে।

রোববার দপুর ১২টার দিকে ফেনীর পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান পুলিশ সুপার জাকির হাসান।

তিনি জানান, গত ১১ জানুয়ারি ফেনী সদরের আলাদিন জুয়েলার্স থেকে স্বর্ণালংকার ও টাকা নিয়ে যাওয়া হয় দোকান ভেঙে। পরে রাতে জুয়েলার্সের মালিক ফেনী মডেল থানায় মামলা করেন।

পুলিশ সুপার জানান, ফেনীর পুলিশ তথ্য প্রযুক্তি ও ম্যানুয়াল সোর্সিংয়ের মাধ্যমে বিশেষ অভিযান পরিচালনা করে চট্টগ্রাম জেলার আনোয়ারা থানা, সিএমপি চট্রগ্রামের বাকুলিয়া থানা ও কুমিল্লা জেলার মুরাদনগর, হোমনা, দেবিদ্বারসহ অন্যান্য এলাকা থেকে ছয়জনকে গ্রেপ্তার করে। উদ্ধার করা হয় ওই স্বর্ণালঙ্কার ও টাকা।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. আলাউদ্দিন (৩০), মো. ফরহাদ (৩৯), মো. বাদশা চৌধুরী (২৩), মো. সজিব সুমন ওরফে শুক্কুর (২৬), মো. মিজান (২৮), মো. শফিক প্রকাশ সোহেল ওরফে দাঁতলা শফিক (৩২)।

প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার শাহাদাত হোসেন, থোয়াই অংপ্রু মারমা, ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম চৌধুরীসহ পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ন।